তোমার দয়া পাব কবে বলো, আজ আমি নিঃস্ব
আজ অসহায়।
সবই কি ভাগ্যেরফের- নাকি কর্ম,
বুঝতে পারিনি আগে।
বলি তাই- নষ্ট জীবন কে, সবাইতো সুখের কাঙাল।
আমার বেলাই এমন কেন হয়-
বলোনা ঈশ্বর- তুমি আমায়?


আসার আগে ভবের মাঝে- তোমায় কাছে চেয়ে আসি
থাকতে পারি যেন- সুখে, ঈশ্বর তোমার করুণা মাঝে।
চেয়েছিলাম কি তোমার কাছে- গ্লানি ভরা এ জীবন-
চেয়ে ভালবাসা ছলনায়-
দিলে ভালবাসা, ঘৃণা পায় শুধু লাঞ্ছনায়।


ভুল বাসাতে বেঁধে বাসা- আজ আমি তাই সর্বহারা।
নির্মম তুমি, আমার প্রতি হলে না কেন- একটু সদয়।
তোমার জন্য হলেম সদয়- তুমি বুঝলেনা আমায়,
তোমায়কি দোষ দেবো বল-
আমি নিঃস্ব! আজ বড্ড অসহায়।


তোমাকে পাবার ভাগ্য করেতো-
আমি এ দুনিয়াই আসি নাই-
তোমার দেখা পাবো? ভাবিনা এখন আর-
হবে কবে তুমি সদয়- আমার লাগি,
আজও বুঝিতে না পায়।


(জানুয়ারী ০১, ২০১৪)


২০১৩ সালের ডিসেম্বরের কোন এক সন্ধায় প্রেমে ছ্যাকা খেয়ে আমার এক বন্ধু আমাকে কিছু কথা বলেছিল তারই ধারাবাহিকতায় আমার এ লেখনি। অতিব দুঃখের বিষয় হলো যে, আজও আমার সেই বন্ধু বিয়ে করেনি।