আছে তোমার অনেক টাকা- আমার কিছু নেই
তাই বলেকি জোর করে আজ- নেব আমি কারি?
মন্দ মানুষ নইকো আমি- সৎ পথে থাকি
অর্থ-কড়ি চাইনা আমার এতেই আমি সুখি।
ডাল ভাত জোটেনা তাই- ফেনা ভাত খায়।
সুখি মানুষ ছনের ঘরে- আর কিইবা চাই।


মন্দ লোক চালাক অতি- পরের দোহায় দেয়
পরের জিনিস নিজের বলে- চিৎকারেতে জানাই।
নিজের কাছে নেই বলে তাই- আমার ওটা চাই
আমি মানুষ সঠিক আছি- তোমার ওটা নয়।


আমি ভাই সৎ মানুষ- সৎ পথে খাই
তোমার টাকার লোভ মোর- একটুও নাই।
করি কামাই সৎ পথে- সংসারটিকে রাখতে সুখে
সুখের খোঁজে খুঁজি আমি- সৎ পথের ওই কাজটা ভাই।


টিভি ফ্রিজ এসি হোন্ডা- চাইনা আমি দালান
কুড়ে ঘর মাদুর বালিশ ওরাই আমার আপন।
এক ঘুমেতে রাত কাটিয়ে উঠি অনেক ভোরে
কাজের জোগাড় করি আমি এদিক ওদিক ছুটে।
দু’মুঠো ভাত জুটবে আজি- এতেই আমি অনেক খুশি
চাইনা আমার মাংস পোলাও- চাইনা চায়নিজ খাবার গুলো।


চাইনা টাকা অর্থ কড়ি-
থাকবে ঘুম ডুববে তরী
ওই বুঝি আজ এলো ওলি
করলো বুঝি পুকুর চুরি।


খাচ্ছ তুমি পাপের কামাই- জবাব তোমার দিতে হবে
একালেতেই শেষের দিকে- পাপের হিসাব হয়ে যাবে।
সত্য ত্রেতা দ্বাপর ছিল সন্যাসিদের যুগ
কলির মানুষ কইছে মিছা পাপিদের এটা যুগ।


ছনের ঘরে মাদুর পেতে- শোয়ার কি যে মজা
যে শোয় সেই জানে- ঘুম হয় কতটা।
আমি অতি ক্ষুদ্র মানুষ- খাচ্ছি দেখে শুনে
পাপ আর পূণ্যের অর্থ- নিচ্ছি জেনে শুনে।


সৎ মানুষের জোটেনা ভাত- খাচ্ছে কচু-ঘেচু
পাপিরা খাচ্ছে মদে মাংস- খাচ্ছে নারী কিছু।


বাবার দোহায় মায়ের দোহায়
আজ দিচ্ছো হর-হামেশায়
করেছো আজ বিবেক চুরি-
ধ্বংস লীলায় মেতে তুমি।


পাপে পাপে দেশ দুনিয়া- যাচ্ছে আজ রসাতলে
এসো ভাই ফিরে এসো- পাপটি ছেড়ে মায়ের কোলে।
সৎ পথে কামাই করো- খাও তুমি মজা করে
সংসারটিকে নাও বাঁচিয়ে মা-বাবাকে দাও দেখিয়ে।


সৎ পথের টাকায় তোমার- হবেনা দালান-কোঠা
কুড়ে ঘর বাঁধ তুমি- মিলবে শান্তি সেথা।


(আগষ্ট ২৮, ২০১৭)