(আনন্দ দান)


যদি থাকো পাশে বন্ধু- যদি থাকো সাথে
এভাবেই করিবো চয়ন- প্রত্যহ এঁকে এঁকে।
তুমি দিয়েছো আশির্বাদ- খুঁলছে মগজ মোর
মগজ কপি আর হৃদয় কথনে- লিখে চলছি দিন-ভোর।


আশির্বাদ করো এভাবে যেন- লিখতে আমি পারি
পাঠেতে তোমার হৃদয়ের কথা- মন্তব্যে উঠিবে ভাসি।


মন্তব্যে করো দান- হে শ্রদ্ধেয়
তোমার উজার করা- ভাষা দিয়ে।
পাইবো শিরোনাম- লিখবো লিখনি
পাঠেতে যদি একটু আনন্দ- পারি দিতে।


সময়কাল- দুপুর ০১:০৩ (ডিসেম্বর ০৪, ২০১৭)


#                  #                    #


(জন্মনে মা তুই বার বার)


শ্রদ্ধেয় কবিবর মনোজ ভৌমিক (দুর্নিবার কবি) মহাশয়ের ‘আর মেয়ে কি জন্ম দিবি’ লেখনি পাঠ পরবর্তী কমেন্ট বক্সে লেখা লিখনি।


জন্ম তুই মা নে বার বার-
আমার কোলে ফিরে আবার।
মেয়ে মানে মায়ের জাত-
জন্ম হোক মা তোর- আরেক বার।


জন্ম নয় বৃথা তোর-
সমাজ গেছে রসাতল।
সমাজপতির সহজ ছেলে-
নিল মা তোর সম্ভ্রম কেড়ে।
সইতে নাহি পারি মা’রে-
তোর বেদনা তোর ক্রন্দনে।


আর কতকাল কাঁদবি মা তুই-
তুলে নে মা, তোর হাতিয়ার
সমাজপতির মদমাস ছেলেকে-
কর না নিধন মা, তু’ই নিজে।


অসুর যেমন নিধন করে-
কালি মাতা আছেন হৃদে।
তুই মা হেথায়- কাঁদিস নে আর
কাঁদবি পরে- নিধন শেষে।


সময়কাল- সন্ধ্যা ০৫:৫২ (ডিসেম্বর ০৪, ২০১৭)