শ্রদ্ধেয় কবিবর ও বিশেষ বন্ধু জি.এম শাহিদুল ইসলাম স্মরণে আমার এ লেখনিটি দু’টি উৎসর্গ করলাম। একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে, গতকালকের লেখা ‘ভিক্ষা মাগি তোমার কাছে’ ও ‘ভুল ভাঙাতে‘ লেখনির প্রতিত্তোরে আজ আমার এ লেখনিটির প্রকাশ।


অবশেষে ভাঙলো বন্ধুর- সকল অভিমান
করলো মোরে ফোন, কথা হলো ত্রিশ মিনিট- নানান রকম।
কইলো বন্ধু নিজের কথা- কইলো হাসপাতালের
রোগী কয়টি ছিলনা ভালো- তাই, সময় পাইনি বন্ধু তখন।
কয়নি কথা আমার সাথে- তাই, রাগ করেছিলাম
ফোনে কথা বলে কাল, দু’জনা- দু’জনার ভুল ভাঙলাম।


অবশেষে ভাঙিয়ে ভুল- আনিলাম বন্ধুকে পাতায়
করিলেন মন্তব্য প্রদান- হৃদয় করে উজার।
করলো মোরে ফোন বন্ধু- কথা হলো মিনিট ত্রিশ
পাতার কথা প্রাণের কথা- কথা হলো নানান রকম।


একে একে পাঠ করিলাম- আমার লেখাগুলি
বন্ধু আমার শুনে, শুধুই- হাসতে থাকে খালি।
আমার পাতায় লিখলো বন্ধু- মন্তব্যের ছলে
রাগ করিনি বন্ধু আমি- ক’দিন, সময় পাইনি বলে।


জানেন আপনি আমার সম্পর্কে- আমি এক ডাক্তার
ছিলাম আমি ব্যস্ত কাজে- রোগীকে নিয়েই।
রোগীর অবস্থা খুবই খারাপ- ছিলাম ক’দিন সেথায়
তাই পারিনি ধরতে ফোন- রাগ করোনা ভাই।


ক্ষমা মাগি তোমার কাছে- তোমার বিশেষ বন্ধু আমি
তোমার লেখা পড়ে আমি- আজ হতবাগ, বেশ হয়েছি।
লেখনিতে বন্ধু তুমি হলে আজ- আমার গুরু
রাগ করিনি, বন্ধু আমি-
তাই, আজ পাঠ করবো- তোমার সকল লেখাগুলি।


রাগ হয়েছে? বন্ধু আমার! রাগ করোনা তুমি-
তোমার লেখা পড়বো বলে- আজ, পাতায় এসেছি।


(অক্টোবর ১৭, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- উপরোক্ত লেখনিতে যদি কোন ভুল করে থাকি বা কোন প্রকার কোন ভুল হয়ে থাকে তাহলে পাতার সকলের কাছে একটিই মিনতি অনুগ্রহপূর্বক আমার ভুলত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ