আমি হিন্দু নাকি মুসলিম- জানা নেই মোর
রক্তে মাংসে গড়া আমি এক মহামানব।
বিধাতা কেমনে গড়েছেন মোরে- জানা নেই মোর
মানুষ হয়ে জন্মাতে পেরে আমি কবি গর্ববোধ।


কে রাম কে রহিম-
মনে হয় ওরা দু’টি ভাই।
একই বৃন্তে যেন দু’টি ফুল-
মিলেমিশে বেঁচে রয়।


আমি মানুষ বলে পরিচয় দিতে- পাইনাকো কোন ভয়
আমি গর্ব করি- আমি বুক ফুলিয়ে চলি
আমি বলি- রক্তে মাংসে গড়া এক মহামানব হিসেবেই যেন বেঁচে রই।


আমি পাইনাকো ভয় চলিতে পথে
খাইনাকো গোপন পথে
মানুষ হয়ে মানুষের তরে বিলিয়ে দেয়
আমি মানুষ আমি মানুষ হিসেবে চলি আর চলিতে রই।


(সেপ্টেম্বর ০২, ২০১৭)


বিঃদ্রঃ লেখনিটি শ্রুতিমধুর হয়নি জানি। তবুও আপনাদের পাঠের জন্য পোষ্ট মাত্র। ভুলত্রুটি মার্জনীয়।