এটাই কি স্বাধীনতা
                     - অনীক মজুমদার


স্বাধীনতা তোমাকে জানতে বড় সাধ হয়,
তুমি শুধুই কি সবুজের মাঝে লাল পতাকা, নাকি অন্য কিছু!
যাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সে কি শুধুই পতাকা?
আসলে ! আমরা কি স্বাধীন? পেয়েছি কি স্বাধীনতা?
আজও কেন বাড়ী হতে বের হলে, স্বজনদের ভাবতে হয়- খোকা আসবে তো?
আজও কেন এই বাংলার মাঠে ঘাটে ধর্ষিতা হতে হয়, মা বোনদের।
আজও কেন নিরাপরাধ মানুষ- লাশ হয়ে পড়ে থাকে পথে, ঘাটে!
এটাই কি স্বাধীনতা?
যারা শহীদ হয়েছে- তারা কি চেয়েছিলেন এ স্বাধীনতা?
৩০ লক্ষ শহীদের বিনিময়ে-
তারা কি এই স্বাধীনতা দেখার জন্য- হয়েছে আজ বীরাঙ্গনা?
এইকি স্বাধীন বাংলা ?
এইকি স্বাধীন রাষ্ট্রের চেহারা-
আজ দেখি চারিদিকে- শুধু রাহাজানি আর হানাহানি
বাংলার বুকে মায়ের ধর্ষণের চিৎকার।


তোমরা কি শুনতে পাও? ঐ শহীদদের আর্তনাদ,
যারা বুকের তাজা রক্ত দিয়েছিলো- তোমাদের স্বাধীনতার জন্য,
তোমরা কি পাওনা শুনতে? তাদের উৎপিরণের চিৎকার-
যারা ধর্ষিত হয়েছিলো, তোমাদের একটি স্বাধীন রাষ্ট্র দেওয়ার জন্য।
সেটাকি এই বাংলা !
যে বাংলায় ভোর হলেই- খবরের কাগজ হাতে নিতেই-
ভেসে আসে ধর্ষণের চিৎকার,
আর সাধারণ মানুষের লাশের দুর্গন্ধ।


(জানুয়ারী ০১, ২০১৪)