ওরা বাঁচতে দেবেনা, ওরা থাকতে দেবেনা এদেশে
ওরা ছাড়খার করে দেবে, বাংলার সকল মানুষ
ওরা! ওরা বাঁচতে দেবেনা।


কথায় কথায় চাঁন্দা ধরে, মুখ খুললেই শেষ
ওরা আবার মানুষ নাকি
ছাড় এখনই দেশ।


মাগো তবে কেন থাকা এই দেশেরই তরে
চলো না মা যায়গো চলে,
এদেশ আজি ছেড়ে।


যে দেশেতে নেইকো মান, নেইকো সুখের ঘর
নেইকো কথা বাংলাতে আজ উর্দ্ধুতেই হবে সব
যে দেশেতে বাংলা নেই সেদেশে ক্যানো থাকা
এদেশতো এখন মোদের,
থাকতে দেবে না।


উর্দ্ধু বলো সমস্যা নেই, বাংলা বললেই খুন
প্রাণ বাঁচাতে যাবো চলে
অন্য কোনো দেশ।


ভাঙছে মন্দির ভাঙছে মসজিদ
গীর্জাতেও নেই ছাড়
কুরআন শরীফ পুড়ছে দেখো হাজারে হাজার।


তবে কেন এদেশ থাকা, বাঁচতে দেবে না
গায়তে দেবে না ওরা, বাংলাতেও গান।
উর্দ্ধু হিন্দু গায়েবী ভাষা যদি শেখ তুমি
এই দেশেতে থাকতে পারো, নেইকো কোন মানা।


মাগো ওরা
দেশের মাটি হতে, করতে চাই উত্খাত
দেবেনা বাঁচতে হিন্দু মুসলিম কিম্বা খ্রিস্টান।


আর পারিনা সইতে আমি দেশ যে হলো শ্মশান
প্রাণের ভয়ে ছাড়বো এ দেশ, শুনবোনা আর কথন।


(০৭/০১/২০১৪)