শুধুই যাচ্ছে থেকে থেকে কেটে- মডেমের নেটখানি
পাতায় তাই, লিখতে না পারি- দেখে শুনে।
কোন অপারেটরের সিম নিলে- কাটবেনা এমনি ভাবে
জানো কি কেউ? বলবে আমায়- আর পারিনা, এ জ্বালাতন সহিতে
দু’মিনিট বাদেই যাচ্ছে- শুধুই, নেট কেটে।


কত শত লেখা, লিখেছেন কবিরা- পড়িব প্রাণ খুলে
নাহ্! আর হলোনা- নাহ্! হচ্ছেনা, এভাবে কি যায় চলা?
হৃদয় দিয়ে পড়িবো তারে- কি লিখিয়াছে পাতার সকল গুরু
আসরেতে ঢুকি উঁকি শুধু মারি- মন্তব্য দান করিতে পারিনা
যাচ্ছে কেটে দু’মিনিট বাদে- মডেমের নেটখানি।


আজ তাই আসরেতে যাচ্ছিনা- মনে কিছু নিওনা হে শ্রদ্ধেয়রা
বন্ধু মনে করে মোর পাতায়- এসো তুমি ঘুরে ফিরে
কর দান মন্তব্য- হৃদে দাও, এক পূর্ণাঙ্গ স্বাদ
যা নিয়ে চলতে পারি সাথে- তোমাদের পথে।


যাচ্ছে কেটে, বিরক্তিকর মডেমের- নেটখানি
ওহ্! বিরক্তিকর নেট- যাচ্ছিস কেন কাটি?
একটু শান্তি দে- মোরে, দেখি কি লিখেছেন পাতার সকল কবি
পাঠে হই তৃপ্ত, মুগ্ধতা ছড়িয়ে- করি দান মন্তব্য।
না, যাসনে আর চলি-
এই বেটা মডেমের নেটখানি।


(নভেম্বর ০১, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- বার বার মডেমের নেট কেটে যাচ্ছে। তাই এটা নিয়ে একটু লিখতে ইচ্ছা জাগলো হৃদ মাঝে ও মগজে আসলো জানা আর অজানার কিছু কথা। ঝটপট ডকুমেন্ট ফাইলটি বেড় করে লিখতে থাকলাম। একটি সময় দেখি কিছু একটা দাঁড়িয়ে গেছে। সাজিয়ে গুছিয়ে একটু পরিপাটি করতেই এই লেখনিটি দাঁড়িয়ে গেল। আর চট করে দিয়ে দিলাম পাতায় আপনারদের পাঠের জন্যে। ভুলত্রুটি মার্জনীয়।