নেশায় টল মল- ছাড়িনি হাতের বোতল
গাঁঞ্জা নেই হাতে- দাঁড়িয়ে খাচ্ছি তারে।
টল মল দেহ- এদিক ওদিক- আজ যায় কেন?
আমি করিনি নেশা- খাচ্ছি বোতলের খাবার টা
দেহ করে কেন টল মল।


নেশায় কেন আজ আমি বুদ- ধরিনি ইয়াবা হাতে
আমি নই নেশাচর- ভুট হয়ে পড়ি পথে।
আমি মাতাল- বলি আবোল তাবোল, নেশার ঘোড়ে।


নেশা গেছে ছুটে-
তাই- ঘুড়ি পথে পথে
আজ- খাদ্যের সন্ধানে।


নেশা চড়িলে থাকেনা খেয়াল
ভোল পাল্টে করি বেতাল।
নেশা করে যারা- হয়না মাতাল
ভানে ভানে করে- উথাল পাথাল।
আমি এক মাতাল- বোল এতাল বেতাল
বেশুরো তালে- গেয়ে চলি গানে
পাশ কেটে চলে যায়- শোনেনা লোকে।


আমি এক মাতাল-
বেহুশে করি- তাল বেতাল।


(আগষ্ট ১০, ২০১৭)


বিঃদ্রঃ গত কয়েকদিন আগে এক মাতাল আমাদের বাসার সামনে এসে মাতলামি করেছিল। আমি তাদের আচরণ দেখে কিছু একটা লিখতে চেয়েছিলাম। আজ লিখে ফেললাম। আমার এ লেখনি আপনাদের ভাল লাগবেনা। তবুও বাংলা কবিতার আসরে এক মাতালের কা- তুলে ধরা মাত্র। ভুলত্রুটি মার্জনীয়।