(গত ২২/১১/২০১৭ তারিখের নিজের লেখা ‘প্রশ্নোত্তর ও শুদ্ধাচারণে শব্দগঠন‘  লেখনি পাঠ পরবর্তী মন্তব্যের প্রতিত্তোরে- আলোচনা বক্সে শ্রদ্ধেয় কবিবর কবীর হুমায়ূন সাহেবের বৈচিত্রময় মন্তব্যের প্রতিত্তোরে আজ লেখা লেখনি)


বৈচিত্রময় পৃথিবীতে- বিচিত্র সব মানুষ
বিচিত্রতাকে মেনে নিয়েই- নীরবে হাঁটে ফানুষ।
সব সত্য প্রকাশ করা- সঙ্গত নয় বলে
এ দুনিয়ায় উচিৎ বললে- মার খেতে হবে।


সব যদি সত্য হয়, প্রকাশ- শ্রোতা যাবে ক্ষেপে
দুনিয়া চলছে চাঁপা মেরে- যে যত পারে, নিতে লুটে।
এই দুনিয়াই সত্য বলা- চরম অপরাধ
সত্য বললে টুটি ধরে- মারবে দু’খান চর।


তাইতো বলি নিরব থাকো- কথা বলো কম
বৈচিত্রময় এ দুনিয়ায়- বাঁচতে যদি চাও।
আমি সদা সত্য বলি- মিথ্যা বলি কম
সত্য কথা সদায় বললে- খাবে, সত্যিই মার।


বৈচিত্রময় পৃথিবীতে- বিচিত্র মানুষের বাস
দেখবে চেয়ে, কিছুই না বলে- যাবে, পাশ কেটে।
এই হলাম মানুষ মোরা- ‘সৃষ্টির সেরা জীব’
ভুল হলেও না শুধরিয়ে- যাচ্ছে, কেটে পাশ।


আমি এক বিচিত্র মানুষ- লিখি, বিচিত্র কথা
লেখা পড়লে হাসি পায়- মন্তব্যে, পাইনা ভাষা।


সময়কাল- দুপুর ১২:৫৫ (নভেম্বর ২৫, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- হে শ্রদ্ধেয় কবিবরগণ আমার এই লেখায় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে মস্তক নুইয়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।