লোকমুখে আজও শুনতে হয়
তুমি ছিলে একাত্তরের বীরাঙ্গনা
আমি লজ্জিত নইগো মা তোমার কাছে
তুমি দু’সন্তান হারানো বিপর্যস্ত জীবন সংগ্রামী
আগুনের মত তপ্ত পিচ ঢালা রাজপথে
খালি পায়ে হেঁটে যাওয়া এক মা
দেখে থমকে যায়
যুদ্ধের ঝাপটায় হারিয়েছো ঘরবাড়ী
তবুও পিছু হটোনি তুমি !
তুমি আমার মা
আজ তুমি বীরাঙ্গনা
সৃষ্টির উল্লাসে দিয়েছো সম্ভ্রম
ছিনিয়ে নিয়েছো স্বাধীনতা।
আমি করি গর্ববোধ
তুমি বীরাঙ্গনা বলে
ঘৃণিত ওই নরপশুর দল আজও হাসে
আজও ওরা মন্ত্রী
গাড়ীতে গাড়ীতে দেশের লাল সবুজ পতাকা ওড়ায়
ওরা কি এর যোগ্য?


আমি লজ্জিত নইগো মা
তোমার কাছে
তুমি বীরাঙ্গনা বলে।


তুমি ছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী
আজ দু’মুঠো ভাতের জন্যে করছো হাহাকার
তোমাকে দেখে আজ নিজেকে বড্ড অসহায় মনে হয়
কিন্তু পারিনা, পারিনা তোমার মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে
ক্ষমা করো মা
আমি তোমার অক্ষম সন্তান।


শুধু একটি কথায় বলতে চাই
যারা দিয়েছিল প্রাণ দেশের লাগি
স্বাধীনতার লাগি দিয়েছিল সম্ভ্রম
তাদের অন্নের জোগাড়ে
আজ রাস্তায় রাস্তায় ভিক্ষা করা কি সাজে?


হ্যাঁ, তুমি বীরাঙ্গনা
তুমিই আমার মা।


(জুলাই ১০, ২০১৭)