এক পয়সা নেই আয়ের মুরোদ
খাওয়া বেশ জাকি
খাওতো দেখি আয় করি আর!
খাওতো দেখি রান্না করি?


দেখিতো মুই তাস খেলো-
আর বিড়িতে দাও দোম
গাঁজাও কি চলে নাকি?
শুনতে যেন না পায়।


আয় করো ভাল করে- সৎপথে থেকে,
মা-বাবা আর বৌকে রাখো-
হাতের উপর তুলে।


টাকা ছাড়া এই দুনিয়ায়
সবই যেন ফাঁকা
টাকাই হলো এই দুনিয়ার
কথা বলার চাকা।


মুরোদ নেই আয় করার
খাচ্ছে দেখো বসে
মনে হচ্ছে চেয়ারখানা-
দিই এখন ফেলে।


আয় করো যাও, না ঘুমিয়ে
অলস দিন বাদ
সুখের আশায় সুখের নেশায়
ছুটবে তুমি আজ।


(নভেম্বর ০৫, ২০১১)


২০১১ সালে কাজ না থাকায় বেকার ঘুরে বেড়াতাম আর পিতা-মাতার অন্য ধংস করতাম আমি ও আমার স্ত্রী। একদিন (শুক্রবার) দুপুরে সকলে মিলে খেতে বসলে ছোট ভাই কাজ না থাকায় অনেক কটু কথা বলেছিল। ছোট ভাই’র সেই কথার প্রেক্ষিতে আমার এ লেখনি।