শিক্ষা আমার বড় শিক্ষা- এবার হলো আজ
এমন শিক্ষায় আর কেউ- পরেনা যেন আর।
শিক্ষা আমার বড় শিক্ষা এটাই বাকী ছিল
আমার মত বোকা ছেলের- এটাই শিক্ষা হ’ল।
আজ যা হলো, কাল তা হবে, নেইকো ভুল কোথা
আজ থেকেই ঘোরাতে হবে, মোর ভাগ্যের চাকা।


জীবন কি আর এমনি চলে ? চালাতে হয় তাকে
এটাই যেন হয় আমার- শেষ বড় শিক্ষা।
জীবন জীবন ওরে জীবন- জীবন কি আর মাটি
বাঁচতে হবে বাঁচাতে হবে- জীবন নামের লাঠি।


শিক্ষা আমার বড় শিক্ষা- হয়েছে গতকাল
ওমন শিক্ষায় আবার যেন- পরতে না হয় আর।
মা বাবাকে রাখতে সুখে- নিজের জীবন বাঁজী
ভাইটিকে মানুষ করতে- বন্ধু বান্ধব ছাড়ি।


সকালে উঠিতে করি আমি একটু দেরি
মা বকে বাবা বকে- বকে বউটি।
রাতে ঘুমায় দেরি করে- উঠবো কি আর সকাল
রাতের ঘুমতো পোড়েই নাকো- উঠি কেমনে বল।


শুই মুই রাত্রি দু’টোই- উঠি সকাল দশে
এমন করলে মানুষ কি বাঁচে? হবেইতো সব ভুল।
সকাল বেলা ঘুম পোরেনা- সারাটা দিন ঝিমুই
ভাইটি বলে- দেব নাকি, হোটেল ভাড়া করি।


আমি যে আর, আর পারিনা- ঘুমের শ্রাদ্ধ করি
ঘুম কমানোর ঔষধ কি আর- তৈরি হবে নাকি?
নেশার জগৎ ঘুরে এসে ধরেছি যে আজ বিড়ি
চা-বিড়ি ছাড়তে পারলে জীবন বাঁচে আজি।
মন মানেনা, বাইরে এসেই- আগে বিড়ি ধরি
বন্ধু বান্ধব থাকলে মোর- জীবন যাবে ছাড়ি।
ছাড়ব বন্ধু ছাড়ব বান্ধব- তবেই বিড়ি ছাড়া
শিক্ষা পেলাম বড় শিক্ষা- শিক্ষা হল আজি।


(এপ্রিল ০৫, ২০০৯ ও এপ্রিল ০৬ ২০০৯)


বিঃদ্রঃ ২০০৯ সালের এপ্রিল মাসের ০৪ তারিখে আমার এক বন্ধু আমাকে খারাপ একটি বিষয়ে ফাঁসিয়ে দিয়েছিল (উক্ত এলাকায় আমাকে ও আমার পরিবারকে চেনে বিধায় বেরিয়ে আসতে সফল হয়েছিলাম)। দুঃখে, কষ্টে আর ক্ষোভে ভেঙ্গে পড়েছিলাম। তার উপর আবার মরার উপর খাড়ার ঘা হয়ে পরিবার হতে বিতারিত হবার উপক্রম হয়েছিল। রাগে দুঃখে বাড়ী হতে বেড়িয়ে দোকানে গিয়েলিলাম। দোকানে তেমন কাজ না থাকায় (ক্যাশ টেবিলে মাথা রেখে) বসে বসে ঝিমুচ্ছিলাম। সেখানেও ছোট ভাইয়ের কিছু কটু কথা শুনে কিছুক্ষণ ঝিম ধরে বসে থেকে সেদিনের সেই বাস্তবতার আলোকে এই লেখনিটি লিখেছিলাম। সেদিনের সেই কথা মনে পড়লে আজও খুব কষ্ট পাই। জানি লেখনিটি শ্রুতিমধুর নয় তবুও আপনাদের পাঠের জন্য পোষ্ট মাত্র। ভুলত্রুটি মার্জনীয়।