চেতনায় স্বাধীনতা
- অনীক মজুমদার


মাগো ওরা বলে বাঁচতে দেবেনা, ছিনিয়ে নেবে বাংলার স্বাধীনতা-
তাই কি হয় !
বলনা মা, আমি তো বলিনি ! ফিরে আর আসবোনা।
বলনা মা একি হয়, তোমায় না বলে চলে যাবো আমি?
তোমার কথা ভেবে, মেশিন গানটা হাতে নিয়ে-
যুদ্ধ করছিলাম ওদের সাথে, বলে ছিলো যারা বাঁচতে দেবেনা,
ছিনিয়ে নেবে এই বাংলা।


ভাবছি বসে, শেষ করতেই হবে ওদের-
হঠাৎ একটা বুলেট পিছন থেকে কলিজাটা ছিন্ন করে চলে গেলো-
বলা হলোনা মা তোমায়, চলে যেতে হলো আমায়।
বুকের রক্ত দিয়ে বলি মা- প্রাণ রইলো এই সবুজের বুকে-
যত দিন রবে সবুজের মাঝে ঐ রক্ত রাঙা লাল পতাকা,
মা তুমি বুঝবে, খোকা আজও আছে তোমার বুকের মাঝে।
কেঁদনা মা- দুঃখ করোনা, যতদিন রবে ওরা ঐ নরপিসাচ-
ততোদিন থাকবে তোমার খোকারা,
ছিনিয়ে নিতে পারবেনা স্বাধীনতা।
’৫২তে পারেনি ওরা কেড়ে নিতে তোমার মুখের ভাষা,
’৭১রেও পারেনি,
ওই বিশ্বাসঘাতক রাজাকার আলবদর আর পাকিস্তানি-সেনা
আর কখনও পারবেনা ওরা, তোমার খোকাদের হারাতে,
যতই ষড়যন্ত্র করুক ঐ দেশদ্রোহী রাজাকার আলবদর-
খোকারা আসবে বার বার ফিরে, তোমার বুকে।
দেবে বুকের তাজা রক্ত,
পিছু হটবেনা, রক্ষা করবেই তোমায়।