বেড়েছে আজ দালাল দৌরাত্ব- হাটে ঘাটে মাঠে ফ্লাটে
বাস ট্রেন রাস্তায় থামালে- খাবার দোকান স্প্রীট বোর্ডে
গেলে তুমি পাসপোর্ট করতে দালাল এসে ধরা দেবে
চাই টাকা হবে কাজ- নিজে গেলে আসুন পাছে
দিলে টাকা হাতে গুজে- ভুলভ্রান্তি হবেই হবে
অর্থ-কড়ি থাকলে কাছে- দালাল ঘুরবে পাছে পাছে
ঢাকা যাবে ফাঁকা হবে- পড়লে তুমি দালাল হাতে
নিস্ব হবে দিনের বেলায়- বললে যাবে ঘাড়টি তোমার।


দালাল দৌরাত্ব বিলের ধারে- বাড়ী বেঁচতে দালাল লাগে
গরুর হাটে দালাল ধরে- কিনলে গরু ঠকবে পাছে
নিজে নিজে কিনলে কিছু- দৌরে আসবে দালাল কিছু।


এভাবে কি যায়কি চলা- দালাল বেটা এবার পালা
নেইতো কাছে বাড়তি টাকা- দেব তোমায় আমার জামা
টাকা ছাড়া যাবেনা ছাড়া- আনুন টাকা পড়ে ছাড়া।


দালাল দৌরাত্ব বেশ বেড়েছে- গরুর হাটে রাস্তা ঘাটে
দালাল দালাল শুধুই দালাল- দৌরাত্ব ওদের কুমবে কবে
দালাল হটাও বাঁচবে মানুষ খাওয়া দাওয়া জমকে বেশ
দালাল ছাড়া চলতে পারি- আমরা মানুষ লক্ষ্য ভারী।


(সেপ্টেম্বর ২৩, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- কয়েকদিন  আগে স্থানীয় একটি গরুর হাটে গিয়েছিলাম গরু কিনতে কিন্তু এক দালালের পাল্লায় পড়ে প্রায় গেছিলো সবই। কিন্তু হুস ফিরে পাওয়ায় দালালের হাত থেকে বেঁচে বাড়িতে ফিরি। আমার সেই বাস্তবতার আলোকে আজকের এ লেখনির প্রকাশ।


বি:দ্র: আজ সারাদিন বিদ্যুৎ না থাকায় পাতায় আসতে পারবো না (যদিওবা এখন বিদ্যুৎ নেই-ল্যাবটপের চার্জও প্রায় শেষের পথে) তবে বিকালে পাতায় আসবো আর আপনাদের সকলের লেখা পাঠ করবো বলে মনে করছি। ধন্যবাদ