(অং সান সূচি’র উদ্দেশ্যে)


কি যে দিন কাল এলো
অভুক্ত শিশু মৃত মায়ের স্তন ধরে দুধ চুষে খেলো
ভাইরাল হলো টুইটার হটস্আপে- ফেসবুকেও দেখা গেলো?
হায়! কি যে দিন কাল এলো- চোখ খুলতেই দেখা গেলো
এলো মেলো হাওয়া পরিবর্তনের ছোঁয়ায়-
অং সান সূচী’র জ্যান্ত মানুষের মাংস খাওয়া
হায়! কি যে দিন কাল এলো।


বাঘে খায়না বাঘের মাংস- মানুষ কি করে খায়
মানুষ নামের নরপশু অং সান সূচী- প্রমাণ আজ হয়ে গেলো।
পশুরা খায় পশুর মাংস- জীবন বাঁচাতে জীবনের তরে
‘সৃষ্টির সেরা জীব’ নাকি- মানুষ! বলে সর্বজনে।
রোহিঙ্গারা কি তবে মানুষ নয়- নাকি মানুষ আজ সূচি
ওদের দুর্দশা দেখে- অঝোর ধারায় ঝরছে আজ চক্ষু দু’টি।


কেন? কেন? তবে আজ কেন? ওদের এমন দশা
ওরাওতো মানুষ ‘সৃষ্টির সেরা জীব’ পশু নয় কখনও।


অং সান সূচী তুমি কি মানুষ? নাকি পশু? আজ বলতেই হবে
ছাড়ো ছাড়ো ছাড়ো তুমি- আজ বাঁচতে দাও ওদের।


হিন্দু মুসলিম খ্রিস্টান বোদ্ধ আরও হাজারও ধর্ম আছে
সকলে আমরা একই মায়ের সন্তান হয়ে- রবো বেঁচে এ পৃথিবীর বুকে।


তুমি শয়তানী তুমি রাক্ষ্মষী তুমি নও মানুষ
পশু বললেও কষ্ট পাবে- আজ পশুদের ওই সমাজ।


নোবেল বিজয়ী শান্তির নায়িকা তুমি- অং সান সুচী
ধিক্কার জানায় তোমার সেনাকে- আজ তোমাকেও।


(সেপ্টেম্বর ১৬, ২০১৭)
সন্ধ্যা- ০৭:২৫


বিঃদ্রঃ


নইকো ছন্দে ঘেরা লেখাটি মোর
তবুও পাঠের জন্যে করিলাম অর্পণ।


ভুলত্রুটি মার্জনীয়।