আজ পড়ন্ত বিকালে চেয়ে আছি
কখন অস্ত যাবে সূর্যটা
উঠবে- ঈদের বাঁকা চাঁদ
মসজিদে মসজিদে ঈদের বারতা শোনাবে
মাইকিংয়ে মাইকিংয়ে মুখরিত হবে দেশ-বিদেশ
শুধু অপেক্ষা! কখন রাত ডিঙ্গিয়ে হবে ভোর
অতঃপর সকলে হব একত্রিত ঈদানন্দে।


পড়তে হবে ঈদের নামাজ
কোলাকুলি আর মিষ্টান্নের স্বাদে-
উঠবে ভরে প্রাণ।
আর সেই সাথে মন গেয়ে উঠবে-
প্রতিক্ষিত সেই ঈদ-উল-আযহা এসেছে আজ ফিরে-
আজ আমাদের খুশি ও ভাই ঈদ এসেছে ফিরে।


ঈদ এসেছে ঈদ এসেছে- করবো আলিঙ্গণ
মিষ্টি আর মন্ডা খাইয়ে করবো নিমন্ত্রণ।


(জুলাই ০৫, ২০১৬)