ফিরিয়ে দিয়েছে
- অনীক মজুমদার


আমার মাকে আমি দেখিনি
তবে দেখেছি দেশ মাতৃকাকে
শুনেছি দেশ মাতৃকার অনেক- কথা
দেশের জন্য আর ভাষার জন্য দিয়েছে প্রাণ বিষর্জন
লাখো নিরীহ মানুষ
মায়ের জন্য করতে পারিনি কিছু
তবে দেশ মাতৃকার জন্য করব
নিজের শেষ রক্তবিন্দু দিয়ে।


প্রজন্ম’৭১ আজ জেগেছি, তোমাদেরকে কলঙ্ক মুক্ত করতে
রাজাকার আলবদর আল-সামস্ ছিল যারা- তাদের নির্মূল করতে।


ভাষার জন্য ৫২’তে দিয়েছিল যারা অকাতরে প্রাণ বিষর্জন
তাদের কাছে আমি চির ঋণী
আমার মায়ের ভাষা বাংলাকে ফিরিয়ে দেবার জন্য
আমি ঋণী সেই সকল মুক্তিযোদ্ধা আর বুদ্ধিজীবিদের কাছে
যারা দেশের জন্য ও ভাষার জন্যে দিয়েছে প্রাণ- অকাতরে
আমি তাদের কাছে নোয়ায় মাথা
আমার মাকে ও আমার ভাষাকে ফিরিয়ে দেওয়ার জন্য
আমি ঋণী চির ঋণী তাদের কাছে
যারা ফিরিয়ে দিয়েছে-
আমার দেশ মাতৃকা মা ও আমার ভাষাকে।


(২২/০২/২০১৪)