গায়ের কোঁণে নদীর ধারে-
বটতলায় হাট বসে
সবজিওয়ালা পানওয়ালা
পথের ধাঁরেই বসে পড়ে।


আরও আছে মাছের বাজার-
এক কোঁণে লম্বা করে
বসে ওরা চৌকি পেতে।
পাবে তুমি বরফ ইলিশ
গোটা চার’এ কেজি হবে।


পুরানো জামা পুরানো শাড়ী
অল্প দামে পাবে তুমি।
গামছা চাঁদর জুতো মোজা
ক্রয়-বিক্রয়ে ব্যস্ত তারা।


ভাজা-ভুজি পেয়াজু মুড়ি
পাবে তুমি বস্তা ভরা।


আলু বেগুণ ঝাল পেঁয়াজ
হাক ডাকে ভাই সস্তা আজ।
আসুন ভাই তাড়াতাড়ি
কেনা দামেই দিচ্ছি ছাড়ি।


সন্ধ্যা হলেই ফিরবো বাড়ী
নাই লম্ফ নাইগো হেরি (হারিকেন)।
নাওগো দাদা তাড়াতারি
দেবো আজ ব্যাগটি ভরি।


বেচা-কেনা সেরে ওঠে
সাঁঝের আঁধার যেইনা নামে
নির্জন হাট পড়ে থাকে
নদীর ধাঁরে বটের তলে।


(জুলাই ২৬, ২০১৭)
ওয়ার্ল্ডনেট কম্পিউটার, মাগুরা
সময়- বিকাল ০৪:০০ ঘটিকা