মনে আসে যখন যা তা
লিখি ভরে পাতা।
সাজিয়ে গুছিয়ে তারে-
পরিপাটি করে।


বিবেক বলে কথা- মনে আছে ব্যাথা
পারিনা দিতে তাই কথা।
সাজিয়ে হয়না লেখা- ছন্দে মিল খুঁজে পাইনা হেথা
ঘাড়ের শীড়ে হয় টনটনে- ওহ্! হয় যেন ব্যাথা।


করি কম্পোজ- হাত দু’টো হয় ব্যাথা
হাড়ির গরম জলে ভিজিয়ে রাখি হাতটা।
আহা! মরি মরি কিযে হোল কি যে করি
সহেনা যাতনা- আহা! আজ যেন মরি মরি।
গেল বুঝি হাতটা- আজ বুঝি ছিঁড়ে ছাড়ি
হোল যেনো কথা ভারি- সহেনা যে মন্ তরী।


হৃদয় বলে কথা- ঠোঁট দু’টি বোঝে ভাষা
অন্তরে আছে ব্যাথা- কি যে করি কিযে করি।
বিবেক দেয় সাড়া- উঠেপর তারাতারি
হাতেতে নে কলম- ধরো তুমি খাতা খানি
লিখে ফেলো তারাতারি- মনের কথাগুলি।
হারিয়ে যাবে সুর- হৃদয় বলে ধুর
লেখো কথা বাঁধো সুর- ওঠ ওঠ, নইলে যাবে দূর।


ঘাড়ের শীড়াই শীড়াই- টনটনে ব্যাথা হয়
তুলিতে মাথা পারিনেকো আমি-
ধরি বালিশকে আঁকড়ে।


মন যাহা কয় লিখিতে না পাই- সাজিয়ে গুছিয়ে
লিখি তাই ভাই মনে নেই হায়- আবোলো তাবোলো সুরে।


(আগষ্ট ৩০, ২০১৭)