জামাইবাবু দু’টি আমার- অনীক আর রমেন,
নেই তাদের আসার সময়- আমাকে দেখার।
আমি তাদের ছোট্ট শালা, মনেই বোধ হয় নেই-
তাইতো তারা আসছে নাকো, দেখতে এখন আমায়।


আমি তাদের ছোট্ট শালা চোখ ফুলিযে কাঁদি,
আসেইনাকো, কোলে কি নেবে- আমায় একটু খানি।
হাসি খেলি আর হিচু করি সারাদিন ধরে
আমায় রাখে কোলে কোলে মা জেঠায় আর দিদি।


বৌদিমনি নেয়না কোলে-
হাগু মুতুর ভয়ে।


জামাইবাবু আসলে বাড়ী উঠবো কোলে জেকে
ছোট্ট হাতের নখ দিয়ে আচড়েঁ দেব মুখে।
বুঝবে মজা বুঝবে তখন- দেরি করে আসার,
মন পোড়োবে বুক ফোলাবে, বলবেনা কিছুই আমায়।
আমি তাদের শালাবাবু এখন অনেক ছোট,
বড় হলেই ছিড়বো চুল ভাংবো নাকটি।
বাবা আমার নাম রেখেছে সৌরভ চৌধুরী,
জামাইরা সব আমায় ডাকে ছোট্ট বাবুটি।


জামাইবাবু জামাইবাবু আসবে তুমি কবে?
তোমার জন্য বসে আছি আমি পথ চেয়ে।
জামাইবাবু জামাইবাবু আসোনা- তুমি চলে
তোমার কোলে ঘুরবো আমি, সারাটি দিনভরে।


(এপ্রিল ২০, ২০১১)