কি যে দিন কাল এলো
খুলতেই- দেখা গেলো
লাশগুলো এলোমেলো
কি যে দিন কাল এলো।


শেয়ারে শেয়ারে হাত দু’টো ব্যাথা হলো
কি যে দিন কাল এলো।
সেলফি তোলা হলো
ফেসবুকে ছাপা হলো
নানান ফুলের বাহার এলো
কি যে দিন কাল এলো।


ফেসবুকে ফেসবুকে দুনিয়াটা ছেপে গেলো
কি যে দিন কাল এলো।
মাছের ঘন্টো এলো- কোরমা পোলাও এলো
এ্যাডে এ্যাডে ভরে গেলো-
কি যে দিন কাল এলো।


ক্যানো যে খোলে তাকে বুঝিনেকো আমি তারে
পাই সেথা কিমজাতে নারে তারে বারে বারে।
মজাটারে নেয় লুটে- দিন রাত বসে ঘাটে
কি যে দিন কাল এলো- ফেসবুক ঘাটিবারে।


মানুষ কেন যে খোলে- দিন রাত নারে তারে
কি পাই সেথায় যে- বুঝিনিকো খুঁজে বারে
এ্যাড করি জেনে শুনে দোকানের এ্যাডে এ্যাডে
পাতা ভরি কল করি ফেসবুকে কথা বলি।


ব্যবসা করি আমি-
এ্যাডে এ্যাডে ভরে ফেলি তাই- পাতাগুলি।


বেকার আছে যারা- বিজ্ঞাপন দেখে তারা
প্রয়োজনে- চাকুরীর এ্যাডগুলি পোষ্ট করি।
খুলেছি ফেসবুক- দোকানের এ্যাডগুলো করি পোষ্ট
লাইক মারি দেখে শুনে- ফেসবুক ফেসবুক।


বলি ফেসবুক বন্ধুকে- ব্যবহার করতে শেখো তারে-
না হলে দাও বন্ধ করে- খুলোনাকো আজ তারে।


বন্ধুরা বলে মোরে- ঠিকঠাক ব্যবহারে, করবো কি করে?
জানা নেই আজ তারে- পারিনে ব্যবহার করতে তারে
সেখাবি কি তুই মোরে? এ্যাডের নিয়মনীতি-
আর! যথাযথ ব্যবহার?


(আগষ্ট ৩০, ২০১৭)