দোকানে সাজানো আছে- সাবান আর সোডা
পাশে আছে, সাজিয়ে রাখা- বেশ কিছু মস্লা।
ওই কোণে রেখেছি- হলুদের গুড়া
তেজপাতা চার ফোরণ- আরো আছে লঙ্কা।


কি চাই আপনার- বলুন দেখি ভাই
তেল চাই? আছে ভাই- এই নিন।


পশরা সাজিয়েছি আমি- আজ ভাই, এখানে
কি চাই ও ভাই! বলুন দেখি?
দিতে আজ, পারি কি না- সবগুলো সদাই।


না না ওটা নয়- এইটা আমার চাই
বউ বলেছে ওটা নিলে- রাখবেনা আস্তটাই।
এই নিন এই নিন- ওটাও ভাল ছিল
এটা অনেক পুরানো তাই- দেইনি আগে ভাই।


আর কি লাগবে, বলুতো ভাই- জলদি বলুন দেখি
আসছে খোদ্দের, আমার কাছে- দেবো আজ সবই।
জামা কাঁচতে সাবান ছোডা- গায়ের মাখা সাবান
পান্তা ভাতে নুন লাগে ভাই- নিবেন নাকি এখন।
মস্লা আছে জিরাও আছে- আছে গরুর দুধ
মুরগীর আর হাঁসের ডিমে- সাজিয়েছি আজ বেশ।


কি কি নিবেন জলদি বলেন, তাড়া আছে আমার-
আপনার সদায় দিয়ে আমি- গুনবো টাকা আবার।
কি ভাই? আর কি চাই? বলেন দেখি আগে
আপনাকে বিদায় দিয়ে- ধরবো অন্যকে।


দাঁড়াওনা ভাই একটু পরে- স্লিপ দেখে নিই
লাগলে নিবো নইলে না- যাবো আমি চলি।


ও দাদাভাই রাগ কোরেন না- দোকানদাররা সব পেঁচা
আপনি হলেন খর্দের লক্ষ্মী- আমরা সবাই বোকা।


(অক্টোবর ২৫, ২০১৭)
সময়- সন্ধ্যা ০৭:৩৯


দৃষ্টি আকর্ষণ- গতকাল বাজারে গিয়েছিলাম বাজার করতে। অবশ্য গত ২০ থেকে ২২ বছর ধরে আমিই বাজার করে আসছি। দোকানদার আজ যে ভাবে ইনিয়ে-বিনিয়ে আমার সাথে কথা বলছিল তা নিজ (দোকান) প্রতিষ্ঠানে বসে মনে পড়ে যায় আর চটপট লিখেফেলি। বাস্তবতার নিরীখে লেখা বিধায় ছন্দের মিলটা খুব একটু খুঁজে পাচ্ছিনা তাই এভাবেই পোষ্ট করলাম পাতায়। ভুলত্রুটি মার্জনীয়।