ইজি কাজে বিজি থাকো- রাত দিন-ভোর
ব্যস্ত সময় কাটাও- সারাদিন ধর।
দোকানে বসো তুমি- সকাল দ’শে
তিনটা বাজলেই- বাড়ী আসো খেতে।
পাঁচটায় ফিরে গিয়ে- ওরা-মোরা ছাড়ো
সন্ধ্যা হতে না হতেই- আসরেতে বসো।
মন্তব্যের ছলে- লেখো বসে বসে
ক্ষুরধার কলমটি- চলে এঁকে বেঁকে।


অর্থ ছাড়া পকেট ফাঁকা- চক্ষু দু’টি ফোলা
মুখটি তোমার ভার করে- যাচ্ছো কোথা একা।


চিন্তায় চিন্তায় পাঁকছে চুল দাড়ি-
এখনও তুমি, হচ্ছো নাতো- একটুও ভারী।
পড়বে চুল নেইকো ভুল-
দাদু ভাইটি বাজাবে টাকে- তাক ধুম তাক ধুম।


অর্থ ছাড়া- পুরুষ একা
লোকে বলে- তুমি বোকা।


সারাদিন ধরে তুমি- লেখ কাট ঝুড়ি ভরো
ফেলতেতো হয়নাকো- রাখ দেখি, কাজ করো।
গড়িয়ে গেল বুঝি-
আজ দুপুরখানি।
বিকালের খাবারেতে ধরেছে পঁচন
না খেয়ে উঠে তুমি- যাচ্ছো কোথা এখন।
বসো বসো এখানেতে- আনছি করে কিছু
খেয়ে যাবে নচেৎ নয়- শুনবে আজ কথাখানি।


মাঝে-সাজে ছন্দেরা দেয় না’যে ধরা
লিখি পড়ি থেমে থেমে- লিখে চলি অন্যতা।
পাগলের প্রলাপ নাকি- লিখি পাতা ভরে
বধু এসে কানে মুখে- বলে বারে বারে।


মন্তব্যের ছলে- বাহবা দিচ্ছো ঢেলে
খুশি মনে তুমি- ব্যস্ততার ছলে।
পাতায় পদার্পনে ধন্য ধন্য বলে-
জানাচ্ছো শুভেচ্ছা সতত- বার বার লিখে।


কি এতো লেখো তুমি- বুঝিনাকো আমি
বলনাগো বুঝিয়ে- বুঝি একটু আমি।


যাওনাগো প্রিয়া তুমি- করোনাকে বিরক্ত
লিখতে দাও তুমি- করোনাকো জ্বালাতন।


কি লেখ ছাই-পাস
বোঝাওনা আমাকে
লিখছোতো দেখি আমি-
মুন্ডু মাথা- সব ঘন্টো।


যাও যাও তুমি যাও- কর গিয়ে কাজ
জ্বালাতনে হুস মোর- গেল বুঝি আজ।


(সেপ্টেম্বর ২৬, ২০১৭)
রাত্র- ১০:০০ ঘটিকা