ভালবাসা শুনেছি ঈশ্বরের দান
তাই ভালবাসি- মা মাটি ও মানুষকে
আমার মা,
সেতো বাংলাদেশেরই মাটি।


১৯৭১-এ মাকে ওরা
করেছিল বিবস্ত্র,
ওরা কি মানুষ ?
নাকি মানুষ নামের নরপশু
ওদের ভেতর কি মনুষত্ব বোধ নেই ?
মনুষত্ব বোধটুকুও কি ওরা হারিয়েছিল
ওরা কি কোন মায়ের সন্তান নয় ?
ওরা কি জন্ম নেয় নাই কোন মায়ের গর্ভে
ওরা কি জন্ম নেয় নাই এই মাটির বুকে
নাকি আকাশ থেকে পড়েছে।


আমি ভাবছি! সেই সব মানুষের কথা
যারা এ দেশটাকে করেছিল শশ্মান।
আর আমরা ?
বাংলার মানুষ, মনুষত্ব বোধ আছে প্রচুর
তাই করেছি মাকে স্বাধীন-
৩০ লক্ষ শহীদের বিনিময়ে, আমরা পেয়েছি এই দেশটাকে।
তবুও, আজো ওরা
হায়েনার মত ঝাঁপিয়ে পড়েছে
পৃথিবী ব্যাপী,
ওদের নির্মূল কর
ওদের নির্মুল করতে হবে-
না হলে বাঁচবেনা, বাংলার সাধারণ মানুষ
ওরা স্বাধীন হতে দেবেনা
স্বাধীন দেশের সাধারণ মানুষকে
ওরা স্বাধীন হতে দেবেনা,
মা মাটি ও মানুষকে।