মিজানুর এক মহান মানুষ- প্রবাসী এখন তিনি
ফেসবুক বন্ধুসহ- চেনেন জ্ঞানি-গুণি।


যাদের ছিল দেবার কথা- তারা চুলকায় মাথা
গরীব হয়েও মিজানুর- আসলেন ঠিকই একা।
স্বর্ণাক্ষরে লেখা উচিৎ- মিজানুরের নাম
মিজানুরের এমন কাজে- গর্বিত বাংলা আজ।


একুশ লক্ষ একটি নয়- অনেকগুলি টাকা
অর্থের দিকে না তাকিয়ে- করলেন দান একা।
মহানুভব বিবেক তাহার- মানুষ তিনি ছোট
পেটের লাগি মা’টির লাগি- প্রবাসী এখন তিনি।


নাম করতে প্রচার নয়- দান করে যান
এমনিই ছড়বে নামটি তোমায়- কষ্ট করে নয়।
মিজানুর এক মহান ব্যক্তি- কুমিল্লায় তার বাস
বর্তমানে প্রবাসী জীবন- কাটাচ্ছেন বার মাস।


পিতার ঝড়ানো ঘামের অর্থে- কষ্টে সিষ্টে মানুষ
গেছেন তিনি বিদেশ ভুইয়ে- করছেন কাজ সেথায়।
দিলেন ঢেলে ছাফার তরে- হৃদয় উজার করে
মায়ের টানে মা’টির টানের- এমন মহিমায়


বাংলার মানুষ বলেই তিনি-
পারলেন করতে এটাই।


আছে মিজানুরের হৃদয় উজার করা-
অনেক ভালবাসা-
বিলিয়ে তাই দিয়েছেন মিজানুর-
ছাফা মায়ের- হাসিমাখা মুখের লাগিয়া।


(অক্টোবর ৩১, ২০১৭)