(প্রিয় বন্ধু সুমন কর্মকার’কে উদ্দেশ্য করে লেখা লেখনিটি বন্ধু স্মরণেই উৎস্বর্গ করলাম)


মিস করছি বন্ধু তোমায়- ফিরবে কবে বাড়ী
তোমার জন্যে পথের ধারে- দাঁড়িয়ে আছি আমি।
বন্ধু আমার গেছোতো তুমি- অনে’ক বছর আগে
ফিরবে কবে বলোনা ভাই- তোমার চিন্তায়, ঘুম আসেনা চোখে।


তোমার পিতা তোমার জন্যে- চোখের জল ফেলে
আমার সুমন ফিরবে কবে- শুধায় বারে বারে।


দেখবে একটা লালটুকটুকে বউ- দেখবে সোনামণি
তোমার ফেরার আশা করে- মায়ের মত, মরবে আবার কি?
ষোল সালে মা যে গেছে- অনে’ক দুরের দেশে
যেথায় গেলে ফেরে না কেউ- বোঝনা! না-কি? তুমি হে।


ফিরে এসো বন্ধু আমার- বলো, ফিরবে কবে তুমি
তোমার আসার পথ চেয়ে- কাঁদবো আর কত
বলতে পার তুমি?


তুমি গেছে অনে’ক বছর- মালোএশিয়ার দেশে
মায়ের মুখে হাসি ফোটাবে- বলে গেছো যে।
মা তো গেলো দুরের দেশে- পিতাও কি, যাবে নাকি
এসো ফিরে বন্ধু আমার- এখানে কি?
কাজের- অভাব আছে নাকি।


বন্ধু আমার বেকারত্বকে সকার করতে- গেছে বিদেশ ভুইয়ে
পেটের লাগি পুঁজির লাগি- ছিল ভবঘুরে।
কাজ করছে পয়সা পাচ্ছে- সুখ পাইনা মনে
পিতার লাগি মোদের লাগি- পারবেনা তুমি? দেশে ফিরতে?


বন্ধু আমার এখনও আসেনি- পারছেনা আসতে
মাটির লাগি মায়ের লাগি- না জানি
আর, ফিরবে- বন্ধু কবে।


(বজ্জাত লোক)


(প্রিয় বন্ধু সুমন কর্মকার’কে উদ্দেশ্য করে লেখা লেখনিটি বন্ধু স্মরণেই উৎস্বর্গ করলাম)


বন্ধু আমার বিদেশ গেছে- অনে’ক বছর আগে
দুই হাজারের চৌদ্দ সালে- বলেছিল ফিরবে।
আটকে নাকি রেখেছে ওরা- বন্ধুর পাসপোর্ট
কথায় কথায় বলে ওরা- বাঙালী বজ্জাত।


হয়নি সময় এখনও তোমার- বাড়ীর পানে যাবার
কাজ করে পকেট ভরো- তবেই হবে যাওয়া।
করছো কাজ করোনা তুমি- বাড়ীর কথা কেন?
মা মরেছে মরুক না কেন? যেতে! দেওয়া হবে না।
কাজ করো সুস্থ থাক- দেখা হবে পরে
বাড়ী গেলে ফিরবে না তুমি- জেনেছি, ঠিক আগে।


বাঙালীরা বড়ই বজ্জাত- রাখেনা কথা ঠিক
গেলে বাড়ী ফিরবে না তুমি- এটাও আমি জানি।
কাজ করো ঠিক করে- কামাই করো আগে
মা গেছে ষোল সালে- বাবাতো ঠিক আছে?


বাবার পানে খেয়াল রাখ- লোক ঠিক করো
আপনি বাঁচলে পিতার নাম- তুমিকি, ঠিক জানো?


(নভেম্বর ১৮, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- সুমন নামের এক বন্ধু অনেক দিন হয়ে গেল মালোএশিয়া গেছে। ফেরার কথা ছিল চৌদ্দ সালে কিন্তু পাসপোর্ট আটকে দেওয়ায় দু’বছর পিছিয়ে গেল। ষোলতে আসার কথা থাকলেও এখনও আসেনি বা আসতে পারছে না। বন্ধু গতকাল মোবাইলে বলেছিল পাসপোর্ট আটকে রেখেছে ওই কোম্পানী। তার দুঃখের কথাগুলোর কিঞ্চিত নিয়ে আমার এই লেখনির উদ্ভব।