চমৎকার লেখনিতে হলাম অনুপ্রাণিত-
শিরোনামে লিখেছো যা- অপূর্ব সে লেখনি।
তুলনা হয়না তার- অতুলনীয়
লেখনি পাঠে মুগ্ধ শ্রোতা- মুগ্ধ আজ আমিও।
সাধারণে পাঠ করে- পাঠ করে লেখকেরা
অপূর্ব অসাধারণ লেখে- বারেবার তারা।

ছন্দহীন ছন্দে- লিখে চলি লেখা
পাঠেতে লেখক সব- লেখে নানা কথা।
হয়েছে দারুন আজ- হয়েছে ভাল-
আছি পাছে আমি বন্ধু- লিখে যান শ্রদ্ধেয়।
সকলের লেখনিতে- লিখিনাকো আমি
বাদ-বিচার বসে করি- লিখি উল্টোটি।


শ্রদ্ধেয় কবিবর- ধাঁর কেন কলমে
কলমের কালি কেন? ফুরাই না এখানে।


লিখে চলি পাঠ করি অতো-সতো বুঝিনা
লিখিতে চাই মন- লিখে চলে কলমটা।


লিখে যান প্রাণ খুঁলে- দেবে ধরা ছন্দরা
দেখবেন একদিন- ঠিক হবে কবিতা।


মন্তব্যের ছলে- লিখে চলি কতকিযে
প্রাণ খুলে মন খুলে হয়নাতো ছড়াটা।
এদিক পানে ওদিক পানে- পাখনা গজায় বারেবারে
এটা লিখি ওটা লিখি- ছন্দেরা হাসে বুঝি।


ঠিকঠাক লেখা-টেখা হয়না যে আমারও
তাই আমি পড়ে চলি কবিদের লেখাগুলো।


(সেপ্টেম্বর ১৯, ২০১৭)
সন্ধ্যা- ০৭:১০