আঘাত পেলে বদলে যায়- মানুষের মন
আঘাত করো যত পারো- মরুক মানুষ জন।
আঘাতে হয় শির শক্ত- আঘাতে হয়, মাথা উঁচু
আঘাতে আঘাতে বদলে যাবে- ভ্রম আছে, যা কিছু।


আঘাত দিল ও আমাকে- আঘাত পেলাম আমি
জানি আমি মুরোদ নেই মোর- আয়ে আছে ঘাটতি।


শিখেছি আমি এ কাজটাই- অন্যকিছু? নাহ্! পারিনা
অন্য কাজে মগজটারে- নাহ্! আমার দ্বারা হবে না।


আঘাত দিল ও আমাকে- হৃদয় পারেনা সহিতে
সেদ্ধ চালে পেঁপে সিদ্ধ- খাচ্ছি আমি বসে।
নুন ঝাল তেল নেই- খাইবো? আমি কিভাবে
খাবে খাও, না খাইলে যাও- যেদিক দু’চোখ যায়
নেই মুরোদ আয়ের তোমার- খাও কেমনে বসি
তাইতো আঘাত, দিচ্ছি বসি- আয় করোতো দেখি?


মুরোদ যেদিন হবে তোমার- খাবে বসি বসি
মাংস পোলাও রেঁধে দেব- থাকবে, হাসি খুশি।
বাসবো ভাল তোমায় আমি- কোলেতে লহি
ঠোঁট মুখ আর কপাল তলে- দেব চুমু, বসি।


আঘাতে হয় মানুষ শক্ত- তুমি কেন? হওনা
গামছা বেঁধে লেগে পড়ো- দেখিতো, কেমনে? হবেনা।


(নভেম্বর ১১, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- মানুষের হৃদয়কে আঘাত করতে হলে একটি কথায় তার জন্যে যথেষ্ট। একজনের শরীরে আঘাত করলে সে ব্যথা দু’তিনদিন থাকে আর হৃদয়ে আঘাত করলে জন্মজন্মান্তর থাকে।