লিখি আমি আবোল তাবোল- লিখি গদ্য কবিতা
ছন্দ মোরে দেয়না ধরা- তাই, পদ্য হয়না।
পাঠে তৃপ্ত হৃদয়ে মুগ্ধতা ছড়িয়ে- গেলাম পাতা ছেড়ে
বন্ধু তুমি এসো বার বার- মোর পাতার ছায়াতলে।


লিখি আমি নিত্য নতুন- লিখি বাস্তবতার নিরিখে
লোকে বলে পাগল আমায়- বিবেক বলে লিখতে।
মগজ কথন ধীরে ধীরে- হৃদয়কে দেয় নাড়া
হস্ত বলে লেখনা ব্যাটা- ধরনা কলম খাতা।


এঁকে এঁকে লিখতে থাকি- নিজের মতো করে
তিল থেকে হয় তাল যে কখন- বোঝেই নাকো হৃদে।
মনের যত কথনগুলো- হয়না গুছিয়ে লেখা
জাতের কিনা পাতের হয়- বোঝেই নাকো, আত্ম ভোলা।


লিখতে থাকি ভালো লাগে তাই- লেখার নেইকো কেষ
লিখতে লিখতে বেলা যেতেই- সন্ধ্যা হয় শেষ।


(ডিসেম্বর ২০, ২০১৭)