সুন্দর আর হৃদয় স্পন্দন ছেয়ে গেলো- মনের মণি কোঠায়
লেখনিতে এমন হৃদয় ছোঁয়া মন্তব্য প্রদানে-
যেন নীলাকাশের মুগ্ধতা ছড়ানো বিশাল পাওয়া
যেন রক্তিম অভিনন্দনে নান্দনিক অভিপ্রায়-
কবির ক্ষুরধার কলমের খোঁচার কারুকার্য্যে আঁকা ছবি
গভীর মনোযোগ দিয়ে পাঠ- মন্তব্যের ভাষা নেই যেন জানা আজ
শুভ কামনা প্রদান আর রেখে যাওয়া শুভেচ্ছা-
হার্দিক অভিনন্দন আর সুন্দরে সুন্দরে ভরা এক নান্দনিক উপহার।


ছাই পাস লেখা তবুও না থামা- কখনওবা ক্ষুরধার কলমের খোঁচা
অসাধারণ অপূর্ব বলা- কখন সখনও চমৎকারের ছড়াছড়ি।
আবার ফিরে আসা আবার লিখে চলা- আবার মগজ ধোলায়
কখন সখনও হৃদয় হতে উগরানো ভাষার কথামালা হতে কথন খোঁজা।
মনোমুগ্ধকর কথামালা বা অপূর্ব শব্দ চয়নে লেখা-
কখনওবা কথার গাঁথুনি গেঁথে- অজানায় হারিয়ে যাওয়া।
কখনওবা সুন্দর ভাবনার চিত্রায়ন- আবার কখনওবা ফুলেল শুভেচ্ছা
এভাবেই কেটে যাওয়া- নান্দনিকের ছোঁয়াতে।
অবিরাম শুভেচ্ছা করে দান- কবি অপর কবিকে
দোয়ামাগে ঈশ্বরের কাছে- রাখুন ভাল তাকে।
কখনওবা এক আকাশ মুগ্ধতা রেখে যাওয়া- আবার কখনওবা সম্বোধনে স্বশ্রদ্ধ প্রণাম
নাহ! হয়না- এভাবে আর কত কত দেবার ভঙ্গি, ধন্যবাদের ছড়াছড়িতে তৃপ্ত হওয়া
শুভেচ্ছা প্রদানের ভঙ্গিতে যেন- বার বার পাতায়, ঘুরে ফিরে আসা।


(অক্টোবর ০৯, ২০১৭)