পাইবে টাকা চাইবে তুমি
বিয়াদব বলবে তোমায়,
এদেশেতে বিয়াদব ছাড়া
তুমি, কি আর শুনবে এখনই?


চাইবে টাকা খাইবে চড়, ঘুষি কিম্বা লাথি
পাওনা টাকা চাইতে গেলে-
তুমি করছো বেয়াদবি !


ধরে কান বলেন স্যার-আর কখনও বলবেনাতো? টাকা দ্যন স্যর-
টাকা চেলেই মারবো লাথি, ঘুষি কিম্বা চড়।


বেয়াদব তুমি, চড়ম বেয়াদব
কাজ দাও আগে
কাজ পেয়ে ভেবে দেখবো-
টাকা?
দেওয়া যায় নাকি।


(জানুয়ারী ০৪, ২০১৫)


উপরের লেখনিটি সম্পর্কে একটি বাস্তব মন্তব্য-
আমাদের এখানকার এক স্যার (প্রভাষক)’র একটি কাজ করেছিলাম। তিনি আমাকে আমার প্রাপ্য অর্থ না দিয়ে আমাকে বিয়াদব বলেছিলেন এবং পরবর্তীতে টাকা চাইলে মারবেন বলেছিলেন। স্যারের সেই কথায় কষ্ট পেয়ে উপরের লেখনিটি লেখা। ভুলত্রুটি মার্জনীয়।