পূর্ব গগনে সূর্য ওঠে- এটা চিরচারিত সত্য
আর, অজানা নয় কারো- ছেলে ছোকড়া বুড়ো বুড়ি সবাই জানে
কিন্তু, শিক্ষার আলোয় আলোকিত ক’জন?
তাই, শিখতে হবে জানতে হবে- পরিপূর্ণভাবে।
পরিপূর্ণ শিক্ষা কেউ শিখতে পারেনা- জানতে পারেনা
কথিত আছে- ‘শিক্ষার নেই কোন শেষ’।


শুধু বিকশিত জেলা বা দেশ বললেই হবে?
নিজের বিবেককে বিকশিত করুন-
তবেইনা বিকশিত হবেন।
অতঃপর স্বল্প স্বল্প পরিষরে- এগিয়ে যেতে হবে
বিকশিত করতে- মানুষের হৃদয়
এভাবেই হবে বিকশিত- জেলা ও দেশ।


শিার আলোকে ছড়িয়ে দিয়ে- জ্ঞান আহরণ করতে হবে
জ্ঞানার্জনই পারে- একটি দেশকে আলোকিত করতে।
শিখতে গেলে ভাল মন্দ- বিচার করলে হবে না
তাই, শিক্ষা শেষে- বিবেককে জাগ্রত করে
বিচার বিবেচনায় মন্দকে ঝেড়ে ফেলে- ভালকে করতে হবে গ্রহণ
তবেই হবে- প্রকৃত শিক্ষা লাভ।


শিখতে কখনও ছেলে মেয়ে নয়-
কচিকাঁচাদের কাছেও- শেখার অনেককিছু আছে
আমরা শিখতে লজ্জ্বা পায়- বোধ করি দ্বিধা
তাই বর্জন করুন লজ্জ্বাকে- ক্ষয় করুণ ভয়
তবেই না পারবেন- প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে।


শিাকে অর্জন করতে হলে- শিখতে হবে
বাহ্যিক জ্ঞান- আহরণ করতে হবে
জানতে হবে, বুঝতে হবে-
তবেইনা জাতি, শিড় সোজা করে দাঁড়াতে পারবে।
দিন যেটা সামনে আসে- সেটাই নতুন
বুড়ো বুড়ি জোয়ান ছোকড়া সকলেরই শিক্ষা প্রয়োজন
সেটা অবশ্যই, ভাল হতে হবে- তবেই না পূর্ণতা পাবে
তবেইনা জাতির শিড় হবে মজবুত।


তাই, বলিষ্ঠ কণ্ঠে তুলি আওয়াজ-
আসুন যাই মোরা পাঠশালায়
শিখতে কিছু নতুন শিা।


শিাতে হয় হৃদয় পবিত্র- জ্ঞান হয় আহরণ
আর তাই, পরিশেষে বলতে চাই-
আসুন যাই পাঠশালাই- সঠিক শিক্ষায় শিক্ষিত হতে।


(অক্টোবর ২৯, ২০১৭)