(পাঠেতে হই আত্মহারা)


শ্রদ্ধেয় কবিবর ও বাংলা আসরের পাতার বন্ধু এম.এ সালাম সাহেব গত ১৫/১১/২০১৭ ইং তারিখে একদিন টি টি কলেজে শিরোনামে লেখা কবিতার কমেন্টের প্রতিত্তোরে কমেন্ট বক্সে লেখা লেখনি।


মন্তব্য পেয়ে হলাম আজ আত্মহারা- কালও হবো ঠিক তাই
হে শ্রদ্ধেয় কবিবর প্রিয় বন্ধু আবার- কি মন্তব্য করিলে এ আসরের পাতায়।
তুমি গুরু তুমি গম্ভীর- তুমিই প্রিয় বন্ধু আমার
আসরের তরে কি যে লিখে চলিলে- পাঠেতে হয় হৃদয়, আত্মহারা।


(প্রতিত্তোরে মন্তব্য)


শ্রদ্ধেয় কবিবর ও কবি বন্ধু শ.ম শহীদ সাহেবের গত ০৬/১১/২০১৭ তারিখের শিরোনামে ‘নুরজাহান’ কবিতার কমেন্ট বক্সে ১৬/১১/২০১৭ তারিখে লেখা লেখনি।


ব্যস্ত আছি নানান কাজে- নানান রকমের
সমস্যাও আছে অনেক- বোঝাইতে পারবোনা এখন।
পাইনা বলে সময় আমি- আসরেতে যাই ক্ষণেক
সকল পাতায় হয়না লেখা- ব্যস্ত আমি অনেক।


প্রতিমন্তব্য জানা নেই- তাই, এভাবেই করিলাম চয়ন
ভুল হলে করিও ক্ষমা- হে শ্রদ্ধেয় অগ্রজ।


করি প্রকাশ কৃতজ্ঞতা- বিলম্বের লাগি
করিও ক্ষমা বন্ধু আমার- যদি, ভুল করে থাকি।


নতুন নতুন প্রকাশ পাই- তোমার লেখাতে
আবিষ্কারের মহাযজ্ঞে- মাতিয়াছ তুমি যে।


প্রেরণা পাই তোমার লেখায়- তোমার মন্তব্যে
তুমিই হলে প্রকৃত পাঠক- আমি কিন্তু, নই।


(নভেম্বর ১৬, ২০১৭)