ছিল মোদের বিবাহ বার্ষিকী- ছয় ডিসেম্বর
পাইনি সময় দিতে ওকে- তাই, মুখ করেছে ভার।
রাত্রে মোরে ডেকে নিয়ে- বললো বেশ করে
শুনে আমি হুস হারিয়ে- দিলাম একটু বকে।


কি ভেবেছো বলোনি ক্যানো- দিনের বেলাতে
জানো আমি ব্যস্ত থাকি- সারাদিনটি ধরে।
সকাল বেলা বললে তুমি- যেতাম সাথে নিয়ে
এদিক ওদিক ঘুরে ফিরে- বাদাম খেতাম বসে।


একটি দিন কাজ না করলে- কি এসে যাবে
তোমায় একটু সময় দিলে- হৃদয় শান্তি পাবে।
বলনাগো কি চাই তোমার- কিইবা দেব আমি
একটি চুমু এখন দিলাম- থাকলো, আরেকটা বাকি।


ব্যস্ত করে রাত এগারোই- বেড়িয়ে গেলাম বাহির
হেথায় খুঁজি হোথায় খুঁজি- পাইনা কিছুই আমি।
নতুন বাজার পুরান বাজার- গেলাম জামরুল তলা
পুলিশ লাইন নোমানী ময়দান- কোথাও না পাই তাহা।
একটি পান মুখে গুজে- অন্যটি রাখলাম পকেট
বিড়ি ধরিয়ে টানতে টানতে- গেলাম বাড়ী ফেরত।


ওকে ডাকলাম, এই শুনেছো- পাইনি প্রেমের ফল
মিললো হোথায় পানের দোকান- এই মিষ্টি পানটাই।
দাওনা পুরে মুখে তুমি- ঠোঁটটি হোক লাল
আদর আর সোহাগ করে- আজ, ভরিয়ে দেব মন।


(ডিসেম্বর ০৭, ২০১৭)