বোকারা হয় স্পষ্টবাদী- কথা ছোঁড়ে সোজাসুজি
উত্তরেতে না পারি- কথার আমি সহজ খুঁজি।


বোকা বলে- তোর বাবার নতুন বিয়ে
বলতো দেখি, এলাম আমি- কেমন করে?


চুলকায় মাথা বোকা বেটা- এলি তুই!
কি করে...? বলতো দেখি, কি করে...
আগের না পরের পক্ষের- গুলাই গা, চুলকায় মাথা
কি করে... নাহ! পড়ছেনা মনে- বলতো দেখি, কি করে...।


ওসব কথা পরে হবে, দেখি তুই কেমন বাপের বেটা-
বোকা রাম বলতো দেখি- কয়টা ধানে হয়, এই চালের বস্তা
বোকা বেটা চুলকায় মাথা- নাহ! পারিনা।
হচ্ছে কেন ঘাড়ের ব্যাথা? পাইনা খুঁজে উত্তরটা-
বলেদেনা ভাই তুই, আছে কতটা?


ওসব আমার কাজ নয়-
গুনবি পরে- যা! ঘরে যা।


বাপের হলো নতুন বিয়ে, বলে কিনা- এলাম কি করে?
আগের ঘরের ছেলে পুলে- বলে কিনা মায়ের বিয়ে।
ধত্তুরি ছাই বালাই বলে- ব্যাথার ঘোরে- মনে কিসব আসে
বোকা আমি হদ্ম বোকা- বোকা পাঠা বলে ওরা।


মারেনি তো- অশোক বেটায় এখনো
বড় বাঁচা বেঁচে গিছি আজ।
úষ্ট কথায় কাজ নেই-
এবার আমি বাড়ী যাই।


(অক্টোবর ১০, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- রাব্বি নামে আমাদের এখানে এক বোকা আছে। আমরা তাকে রাম বোকা বলে ডাকি। তার বোকা কথায় মাঝে মধ্যে স্পষ্ট বা অপ্রিয় সত্য রেরিয়ে আসে। সে একটু বোদে হালকা বলে আমরা ঠাট্টার ছলে তার সকল কথা এ কানে শুনে ও কান দিয়ে বের করে দিই। আজ সেই রাম বোকার একটি কথাতে এক পথচারী তাকে মারতে উদ্মত হয়। আমরা ঠেঁকিয়ে দিই। রাম বোকাকে নিয়ে কিছু লিখতে ইচ্ছা হচ্ছিল তাই আমার এই লেখনির প্রকাশ। পাঠ পরবর্তী মন্তব্য করতে ভুলবেন না কিন্তু। ভুলত্রুটি মার্জনীয়।