সকলেরই চাওয়ার আর পাওয়ার কিছু না কিছু থাকে
কিন্তু ! ওরতো কিছুই পাওয়ার নেই
হারানোরওতো কিছুই নেই
নেই সন্তান নেই সন্তুতি নেই বাড়ী নেই ঘর
তবে! তবে কেন এ সংসারে- কেন বেঁচে থাকা?


আমি কেবলই ভাবছি আগামীকাল পহেলা বৈশাখ
শুধু আছে কাছে ভালোবাসা দেবার মত- একটা মন
আরতো কিছুই নেই দেবার মতো- মোর কাছে
তবুও- উপহার কিছু একটা দিতে চাইছে মন
আমার প্রাণপ্রিয় সহধর্মীনিকে
আমি শুধুই ভাবছি আগামীকাল পহেলা বৈশাখ
কিইবা দেব তাকে।


ঘরে নেই চাল ডাল তেল- নেই নুন
আর ! আর হাতও ফাঁকা
তবে কি দিতে পারবো না উপহার ? সহধর্মীনিকে।
ও কিছুই চাইনা- দিলেও নিতে চাইনা
পাছে সংসারে যদি- নুন আনতে পান্তা ফুরায়।


যেতে কি পারবো না মেলায়
খেতে কি পারবো না- পান্তায় পেঁয়াজ
সাধ আছে সাধ্য নেই- ভত্তা ভাতে পান্তা ইলিশের।


নেই কাছে মোর কিছু, তবুও মন করে ঘ্যনঘ্যন
যেতে চাই মন মেলার মাঠে- ভোর বিয়ানে পান্তা খেতে
আমি কেবলই ভাবছি আগামীকাল পহেলা বৈশাখ
কি উপহার দেব তাকে।


(এপ্রিল ১৯, ২০১৭)


বিঃদ্রঃ আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এমনটি ইচ্ছা করে। যাদের টাকা আছে তারই যেতে পারে পহেলা বৈশাখে পান্তা ইলিশের মাঠে। কিন্তু গরীবদেরতো আর টাকা নেই তাই যেতে পারেনা। নিজেকে তাদের মত করে ভেবে আজ আমার এ লেখনি। ভুলত্রুটি মার্জনীয়।