স্বাধীন আমি, স্বাধীন আমার দেশ
তবুও না জানি কেন চলতে পারিনা স্বাধীন ভাবে।
সকালে উঠে পথে বেরুলেই দেখি পড়ে আছে মানুষ
কাছে যেতেই দেখি মাছিরা করছে ভনভন
তখন মনে হয়- না জানি কখন হইতোবা পড়ে থাকতে হবে আমায়
ভাবতেই শিউরে ওঠে গাঁ।


সকল সময় ভাবি- এটাকি স্বাধীন দেশ?
নাকি পরাধীণতার আঁদলে গড়া
খবরের কাগজটা হাতে আসতেই দেখি
বড় বড় অক্ষরে লেখা ধর্ষণ আর চাঁদাবাজী
একে কি দেশ বলে?
এমন দেশতো চায়নি- রফিক, শফিক, জব্বার’রা
তবে কেন হলো এমন, কাহার কাছে শুধায়
কাকে শুধালে দেবে এ প্রশ্নের উত্তর
আমি জানিনা !


আমি এদেশের একজন শান্তিকামী সাধারণ মানুষ
তাই শুধায় এ দেশের শান্তিকামী বুদ্ধিজীবিদের কাছে
তোমরা কি পারনা, আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে দেশকে গড়তে?
আমার মনে হয় পারো!
তোমরাই পারবে।
জেগে ওঠো তোমরা আরেকবার- ধরো দেশের হাল
তোমাদের পাশে থাকবো আমি ও এদেশের সাধারণ মানুষ
তোমরাই পারবে ফিরিয়ে দিতে-
এদেশের সাধারণ মানুষের স্বাধীনতা।


(ফেব্রুয়ারী ২২, ২০১৪)