শান্ত ছেলে
- অনীক মজুমদার


শান্ত নামের একটি ছেলে শেখের ট্যাক থাকে
বাড়ী তাহার বরিশালের কামারখালীতে।
শান্তশিষ্ট লেজ বিশিষ্ট অতি ভদ্র ছেলে,
পিতা-মাতার আদর পেয়ে হয়েছে বাঁদর যে।
ঢাকায় থাকে বিবিএ পড়ে- ঘুমের সময় নাই,
মা-দাদা তার চিন্তাতেই অস্থির হইয়া যায়।
বাড়ী যে তার বরিশালের কামারখালীর বুকে
একটি দাদার ছোট্ট ভাই শান্ত দাস যে।
নামেই শান্ত কামেতো নয়, কামের বেলায় পাঁজি,
হাটার কথা বললে তারে, পিছপা হবে আজি।
রাত বারটা বাজে যে ভাই, ঘুমই পায়না তার,
সকাল দশে ভোর হয় ভাই, ঘুমই ভাঙ্গে না।
আমার ভাইটি অতি শান্ত, শান্ত তাহার নাম,
ভাল নামটি প্রশান্ত দাস এটাও জানিলাম।
সকাল থেকে রাত অবধি দশটি শার্ট ছাড়ে,
ছেড়া একটি জিনস্ পড়তে, ভালই যে তার লাগে।
প্যান্ট ছেড়া কোথায় ওটা, ঢাকার এটা ফ্যাসান,
ছেড়াগুলি বাদ দিয়ে সব, তালি মারছে এখন।
শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট শান্ত নামের ছেলে,
কামারখালী ছেড়ে এখন ঢাকায় এসে থাকে ॥


(১১ এপ্রিল ২০১১ / ঢাকা)