মিজানুর রহমান সৌদি প্রবাসী- পেটের জ্বালায় আজ প্রবাসে
কানে তিনি শুনতে পেলেন- কিডনি রোগে ভুগছে, ছাফা নামের এক মেয়ে
কুমিল্লার লাকসামে- ওই মেয়েটির বাস
শুনতে পেয়েই, একুশ লক্ষ টাকা দানে- সুচিকিৎসায় এলেন এগিয়ে।


শিক্ষা আমাদের নেওয়া উচিৎ- মিজানুরের কাছ থেকে
বড়লোকে পায়ু করলে- দেখেন চেয়ে চেয়ে।
ক্ষুধার জ্বালায় পেটের জ্বালায়- প্রবাসী হয়েছেন তিনি
মাটির টানে মায়ের টানে- দিয়েছেন হৃদয় উজার করি।


শিক্ষা নিতে পাঠশালাতে যাই- শিক্ষাতে জ্ঞান বাড়ে
বাহ্যিক শিক্ষায় শিক্ষিত ভাই- ক’জন হতে পারে।
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে- করে যদি নোংরা কাজ
ব কলম মাঠ পাশেরা- যাবে কোথায় আজ।
শিক্ষা হলো জাতির দণ্ড- যদি, সু-শিক্ষা করো গ্রহণ
উচ্চ শিক্ষা গ্রহণ করে- ভালো কাজে, লাগাও এখন।


দানে তৃপ্তি পরম তৃপ্তি- দান করে দেখ
দানের মজা পেলে তুমি- পায়ু দেখবেনা কখনও।


যাদের আছে কোটি টাকা- কিপটে অতি তারা
কোটি টাকা থাকার পরেও, পায়ুতে গিয়ে তাকায় ফিরে- বেড় হয়েছে কতটা
ওদের জন্য শিক্ষনীয় একটি বিষয় হলো-
কামাও টাকা পকেট ভরো- মরুক গরীবগুলো।
একটু যদি দয়া করে- গবীবগুলোর তরে
কুমবেনা ভাই তোমার টাকা- দান করে দেখ ওদের তরে।


ওদের দোয়ায় পকেটখানি-
ভরবে তোমার ঠিকই।


দয়া করো, একটু ওদের- একটু দান করো
পায়ুর দিকে না তাকিয়ে- মনটি বড় করো।
দেখবে তুমি মান পাবে- বাড়বে অর্থ কড়ি
তোমায় দেখে শিখবে প্রজন্ম- শিখবে এ জাতি।


পরিশেষে স্যালুট করি- মিজানুর রহমানকে
তোমার দয়ায় বাঁচবে এবার- ছাফা নামে মা’টি।


(অক্টোবর ১৯, ২০১৭)