একযে ছিল সোনার কণ্যা
রাগলে লাগে ভালো
রাগটি তাহার ছিল এমন
দাঁত কিটমিট বেশ।


কথায় কথায় বলে যেও
মরতে হবে আজ
মরা ছাড়া কোন কথা
মুখেই আসেনাকো।


সোনার কন্যা দেখতে ভাল
কালচে গায়ের রং
দাঁত গুলো তার সাদা বেগুন
ঘুমোয় দিনরাত।
চোখ দু’টো তার হরিণ শাবক
ঠোঁটটি গোলাপ রং।


সোনার কণ্যা বেজায় উঁচু
প্রায় ছয় হাত
লাগাল নাহি পাই ওগো আমি
আমিই চার হাত।


সোনার কন্যা সোনার কন্যা একটু হাসোনা?
হাসলে তোমায় ভালই লাগে
রাগলে পেঁচিটা।


সোনার কন্যা সোনার কন্যা মরতে হবে নাকো
আমার বুকে মাথা রেখে
বাঁচবে এবার বলো।


(জানুয়ারী ০১, ২০১১)