শ্রদ্ধেয় কবিবর মনোজ ভৌমিক (দুর্নিবার কবি) মহাশয়ের গত ৩০/১১/২০১৭ তারিখে ‘দারুণ নেশা সর্বনাশা’ লেখনি পাঠ পরবর্তী কমেন্ট বক্সে লেখা লিখনি।)


ছোট্ট খুকি রাকা মনি- ব্যস্ত খেলার নেশায়
ফোনটি বাজলে সেথায় গিয়ে- করে নারা-চারা।
কার এসেছে? ফোনটি বাবাই- দাও দেখি আমায়
চুপটি করে রিসিভ করে- কানে তোলে আবার।


দাওনা বাবাই আমার কাছে- কইবো আমি কথা
ফোন ধরেনা বাপি বলেছে- শুনতে কি আছে মানা?
এমন করে ফোনটি নিয়ে- করো তুমি কি?
দেখলে বাপি ধমক দেবে- বুঝেছো কি তুমি?


পারেনা বলতে রাকা সোনা- কইতে সাথে কথা
ফোনটি এলেই কানে নিয়ে- বুজি বুজি বলা।
কি যে বলে সোনা মা- বুঝিনা কিছুই মোরা
বুজি বুজি হা হা- কইতে খালি থাকা।


কি যে এক সর্বনাশা- ফোনটি পেলাম হাতে
পারিনেকো ছাড়তে তারে- নিজের পকেট হতে।


সময়কাল- সকাল ১১:৪৪ (নভেম্বর ৩০, ২০১৭)