ইচ্ছে ছিল হবো আমি- বড় মাপের মানুষ
বিলিয়ে দেব দুঃখির মাঝে- নিজের কিছু জিনিস।
পারিনা দিতে কিছু তাদের- নেইতো কিছুই আমার
ঈশ্বর! কেমনে হবে, দাওনা বলে- যাবে, দুঃখির ঘরে আলো।
সকল সময় খুশিতে থাক- এটাই আমি চাই
ওদের মুখের হাসিখানা- দেখতে লাগে ভাল।


সাদা মনের মানুষরে ভাই- এখন, দেখা না যায়
মানুষগুলো পশুর মতো- কেমনে পাল্টায়।


সত্যিকারের মানুষগুলো ভাই- যায় না দেখা এখন
মানুষগুলো কেমন যেন- যাচ্ছে বদলে আজ।
আগে মানুষ ভাবতো কথা- লিখতো কলম দিয়ে
দুঃখি গরীব ফারাক নেই- মানুষ সকলে।


মহাজন নাম নিয়েছেন- ব্যস্ত অন্যায় কাজে
দিলদার আর মহান হলেই- মহাজন বলে তাকে।


সত্যিকারের মানুষ চেনা- এখন ভারী কষ্ট
মানুষগুলি ক্ষুধার জ্বালায়- হচ্ছে এখন নষ্ট।


(সেপ্টেম্বর ২১, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- আমার এ লেখনি খুব একটা শ্রুতিমধুর নয় তবুও আপনাদের পাঠের জন্যে পোষ্ট মাত্র। ভুলত্রুটি মার্জনা করিবেন।