আমি ভালবাসার মানে বুঝি না
ভালবাসা কাকে বলে? তা’ও জানিনা।
ভালবাসা কি, তাহলে? আলু পটলের দোকানে-
নাকি, ফাষ্টফুড ষ্টোরে- পাওয়া যায়।
যদি পাওয়া যায়- আমি ভালবাসা কিনতে চাই
কেউকি আছে এমন?
যে কিনা ভালবাসার অর্থ বোঝে ও বুঝাইতে পারে
কেউকি আছে এমন?
যে কিনা ভালবাসা- বিক্রি করতে চাই
আমি সেটা কিনতে চাই, টাকার বিনিময়ে।
আমি! আমি ভালবাসার কাঙ্গাল, আমাকে ভালবাসা দাও
যত টাকা লাগে, আমি দিতে প্রস্তুত।


সেদিন বুঝিনি আমি, ভালবাসা আসলে কি?
বুঝিনি আমি, ভালবাসা কোন সস্তা বস্তু নয়।
ভালবাসা? ভালবাসা পাওয়া যায় না বাজারে বা রেস্তোরায়।
বুঝেছি এখন, ভালবাসা কি, ভালবাসা হলো
পরম করুণাময় ঈশ্বরের দান- যা ঈশ্বর চাইলেই হয়।
দু’টি মনের মিলন থেকেই জন্ম হয়- ভালবাসার।
আমি! বুজেছি, আজ বুজেছি।
আর আমি ভালবাসার কাঙ্গাল- এখন নই
আমারও আছে একটি মন, ভালবাসার মত।
যা দিয়ে বাসব ভাল- ভালবাসি যাকে
সে? সে আমার প্রিয়া, সাথী- আমি তাকে ভালবাসি
সে আমাকে শিখিয়েছে, ভালবাসার অর্থ
সে আমাকে শিখিয়েছে, কি করে ভালবাসতে হয়
সে আমাকে শিখিয়েছে, কি ভাবে ভালবাসার জন্ম হয়
আর এ জন্যেই আমি, বুজেছি ও বুঝতে শিখেছি
ভালবাসার মানে।


(এপ্রিল ০২, ২০০৯)