শ্রদ্ধেয় কবিবর ও বিশেষ বন্ধু জি.এম শাহিদুল ইসলাম স্মরণে আমার এ লেখনিটি দু’টি উৎসর্গ করলাম।


রাগ হয়েছে বন্ধু তোমার- ধরিনি বলে ফোন
ব্যস্ত থাকি দিনে রাতে- কাজ করি পরের।
ফোনটি আমার বেজেই থাকে- মিনিট খানিক বাদে
ফোনের জ্বালাই কাজে আমার- ব্যঘাত ঘটতে থাকে।


তবুও ভাই কি করা যায়- দোকান চালাই আমি
কাস্টমারের ফোনটি পেলে- ধরতে থাকি খালি।
দোকান ছেড়ে বাসাই গিয়ে- শান্তি আমার নেই
বাসাই গিয়েও রাতটি জেগে- করি কাজটাই।


ফোন ধরিনি বলে তোমার- রাগ করেছো তুমি
ফোনটি হাতে রিংটি হলেও- ধরলেনা ভাই তুমি।
ক্ষোভে দুঃখে ফোনটি তুমি- সাইলেন্ট মুডে রেখে
শাস্তি দিবে আমায় তুমি- বলোনিতো ভাই, আগে।


আমি ভাই নানান তালের- একটি মানুষ আছি
লিখি লেখা সময় পেলে- আজ যেমন লিখছি।
আছে সময় প্রচুর আজ- কাজ তেমন নেই
তাইতো তোমায় ফোন করছি- সকাল থেকেই ভাই।
ধরোনা ফোন আমারটা ভাই- রাগ কোরোনা
ছোট বলে ক্ষমা করো- নোয়াই মাথাটা।


কি করলে ক্ষমা পাবো- একটু বলে দাও
তোমার কথায় শেষ কথা- দাওনা শাস্তি দাদাভাই।
আমার ফোন ধরো তুমি- নইলে ব্যাক করো
ধরবো আমি বার’র পরে- দিও কিন্তু কল তুমি?


ও দাদাভাই রাগ করেছো? ছোট ভায়ের তরে
আমি একটু পাগলা আছি- জাননিকো আগে।


ধরো এবার ফোনটি তুমি- ভিক্ষা মাগি তোমার কাছে
ও দাদাভাই জানোতো তুমি- রাগটি কিন্তু, আমারও আছে।


(অক্টোবর ১৫, ২০১৭)


ভুল ভাঙাতে
          - অনীক মজুমদার


পেয়েছিলাম এক আমন্ত্রণ- করে সাদরে গ্রহণ
নিমন্ত্রণের ভঙ্গিতে- গেলাম, করিতে আমন্ত্রণ।
বন্ধু আমার রাগ করেছে- ধরেনা ফোনটি
তাই বলেকি, আমিও রাগে- হবো রাগান্বিত।
না না রাগিনি, আমি- আছি অপেক্ষায়
বন্ধু আমার করলে ফোন- ধরবো ঠিকই।
কইবো কথা মিনিট খানেক- আলোচনায় পাতার
লিখবো লেখা লিখনিতে- আজ, বন্ধু তোমার কথাই।
বন্ধু আমার রাগ করেছে- ধরেনা ফোনটি
তাইতো আমি তোমায় নিয়ে- লিখেই চলেছি।


বন্ধু তুমি যেথায় আছো থাকো ভাল তুমি
দোয়ামাগি প্রভুর কাছে- তোমায় ভাল, রাখেন যেন তিনি।
বন্ধু আমি বড্ড একা- তুমি বুঝবেনা, মোর কথা
আমার উপর রাগ করে- তুমি, আর থেকোনা।
ফোন করো তুমি আমায়- ধরবো আমি ঠিক
কথা হবে পাতা নিয়ে- আলোচনায় ভুল আর ঠিকটি।
কথায় কথায় কথা বারে- ভোজনে বাড়ে পেট
তোমার কথা পড়লে মনে- একলা বসে, কাঁদি নিশ্চুপ।
বন্ধু তুমি ফোনটি করো- আছি অপেক্ষায়
ফোনটি পেলে কাজটি ছেড়ে- কইবো কথাটাই।
ও বন্ধু ও বন্ধু- এবার, রাগটি ছাড়ো না
আমার সাথে কথা বলে- তোমার ভুলটি ভাঙো না।


(অক্টোবর ১৬, ২০১৭)


শ্রদ্ধেয় কবিবর ও বিশেষ বন্ধু জি.এম শাহিদুল ইসলাম’র গত ১৪/১০/২০১৭ তারিখের  লেখনি ‘আমন্ত্রণ’ কবিতা পাতায় প্রকাশ করার পর সারাদিনে প্রায় ৮/১০ বার বা তারও বেশি বার আমার ফোনে ফোন দেন কিন্তু ব্যস্ততার কারণে ফোন ধরতে পারিনি বলে রাগে দুঃখে তিনিও আমার ফোন ধরেননি। তাই উক্ত ফোন না ধরবার বা না ধরতে পারাই বন্ধুর রাগকে কেন্দ্র করে আজ আমার এই লেখনির প্রকাশ।


দৃষ্টি আকর্ষণ- উপরোক্ত লেখনিতে যদি কোন ভুল করে থাকি তাহলে পাতার সকলের কাছে একটিই মিনতি অনুগ্রহপূর্বক আমার ভুলত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ