বাবা কবে হবে তোমার ঐ ক্লান্তি শেষ
সবাইতো স্বপ্ন নিয়ে বাচে
অথচ তোমার মনে অজস্র আবেগ।
সে আবেগ আবার নির্লিপ্ত
প্রকাশ পায়না শারিরীক ভাষায়
তুমিকি বদ্ধ উন্মাদ
নাকি জীবন্ত মৃত
ধরত্রীর ছায়ায়
নিজেকে না জানো
না মানো
না ভাবো একমনে
তুমিতো বিধাতা নও
তবে কেনো স্বার্থহীনভাবে
খাটো এ সংসার।
বাবা তুমি কে
তৈরি কি শিলায়
এতো ধৈর্য কোথায় পেয়েছো
বলতে পারো কি আমায় ।
মায়া আছে তবুও অশ্রুসিক্ত নয় আখিঁপান
কষ্টে কাতর তবুও মুখোপানে হাসির আহ্বব্বান
তুমিতো নিখুত অভিনেতা বাবা
করতে পারো অসাধারণ অভিনয়
কোথায় পাও এতো মনোবল
বাবা সত্যিই তুমি এ সংসারে
বৃহৎ ছায়ার স্থল।