বয়স হলে বুঝি ভালোবাসতে নেই ,
দুজন মিলে হাত ধরে পারি দিতে নেই কোন নির্দিষ্ট পথ।
বয়স হলে বুঝি রাত জাগতে নেই
গল্প করতে নেই
অভিমান যা আছে তুলে রাখতে হয় সব ।
বয়স হলে বুঝি সাজতে নেই
হাসতে নেই
থাকতে হয় বন্ধ ঘড়।
বয়স হলে বুঝি
আবেগ লুকিয়ে
বেঁচে থাকতে হয় মানবেতর ।
বয়স হলে বুঝি
মূল্য নেই
যত্ন নেই
হতে হয় ক্ষুধায় কাতর ।
বয়স হলে বুঝি
আক্ষেপ ভুলে
অপ্রকাশিত থাকতে হয় সমাজ ভিতর।