তুমি কি দেখেছো মোর আগ্নেয়গিরি?
ভাবছো মৃত!
না আমি যে জাগ্রত?
অগ্নুৎপাতে ছড়াই কিরণ,
আঁধার আস্তিনের মুঠোয়,
কাটছে গহিন তিমির রাত,
আবার জাগছে আলোকপ্রভাত,
নিশানা ভালবাসার বন্দরে.....


তপ্ত লাভায় রক্তিম আভা!
বুঝতে কি পার না?
তোমায় পরাবো তপ্ত তরঙ্গমালা...
উত্তাল উষ্ণ তরল লাভায় ভাসাবো তোমার শীতল প্রান্তর...
বুকের মাঝে বইবে স্রোতের উষ্ণ প্রস্রবণ!
সুপ্ত গিরি আজ যে জাগছে?
তুমি কি এখনও মান অভিমান করবে?


©সুব্রত নন্দী,28/10/17