অবাস্তকে বাস্তব ভাবতে কেমন লাগে?
মন্দ না তাইতো!
ধরিত্রীর সবটাই নিজের হতে কেমন লাগে?
উফ:ভাবতেই পারছি না, সত্যিই অদ্ভুততো!
আমরা ভালোবাসি ভাবসাগরে ভাসতে/
ভালোবাসি সকলকে কাছে পেতে/
এতো কোনো দোষের নয়!
এতো কোনো নিন্দনীয় কাজ নয়!
তবে কি বলতে চাইছো তুমি?
মনের ইচ্ছেগুলি ডানা তো মেলবেই!
তাই বলে কেন এতো ছলনা?
কেন কথায় কথায় মিথ্যাচার ?


তুমি কি সত্যিই কিছু বোঝোনা?
বুঝেও না বোঝার  ভান করো!


ক্যানভাসের রং যতই উজ্জ্বল হোক!যতই পাকা হোক!
মনের আঙিনায় যতই ঘন্টা নাড়াক!
তুমি মনের কোনে জমাট বাঁধা ইচ্ছার রাস আলগা করো না /
তোমার অলীক ইচ্ছাকে সম্মুখে ডানা মেলতে দিওনা/
দেখতো চঞ্চল আকাঙ্খিত মনের রাস ধরতে পারো কিনা?
©সুব্রত নন্দী,