আলোকশূন্যতা
  - সুব্রত নন্দী
(২৫/১০/১৯)


কতটা গভীরে গেলে নিমগ্ন হওয়া যায়?
সাগর কিনারে আজও নিরুত্তর  নুড়িপাথরের সাথে...
ভোরের উন্মেষে বিস্মৃত রাত ভুলে থাকি,
ঘষা কাঁচের ফাঁকে পরিস্ফুটিত হয় না উন্মাদনা,
বন্ধ্যা হৃদয়ে সৃষ্টিস্তম্ভের অধিকার কী আর স্থায়িত্ব দিতে পারে?


কেউ কথা রাখেনি আজ,
জ্বালানি শেষের পথে;
লণ্ঠনের আলোয় দপদপানির সংকেত!
হয়তো তোমার মননে আমার গভীরতা তৈরি হয়নি কোনোদিন!
আপন সত্তাকে নিষ্ক্রিয় করেছি আলোর সাথে,
মিছেই ছুটেছিলাম মিথ্যে অনুভূতির নাগাল পেতে....